East Bengal: লাল-হলুদে অনেকটাই নিশ্চিত নিশু কুমার, কতদিনের জন্য আসতে পারেন?

আগামী দুই মরশুমের জন্য ইমামি ইস্টবেঙ্গলের (East Bengal) দায়িত্ব নিয়েছেন স্প্যানিশ কোচ কার্লোস কুয়াদ্রাত। যার মাধ্যমে কিছু বছর আগে আইএসএল জয়ের স্বাদ পেয়েছিল সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি।

Nishu Kumar

আগামী দুই মরশুমের জন্য ইমামি ইস্টবেঙ্গলের (East Bengal) দায়িত্ব নিয়েছেন স্প্যানিশ কোচ কার্লোস কুয়াদ্রাত। যার মাধ্যমে কিছু বছর আগে আইএসএল জয়ের স্বাদ পেয়েছিল সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি। এমনকি তাদের ফেডারেশন কাপ জেতানোর ক্ষেত্রে ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি।

Advertisements

এবার তাকে ভরসা করেই হারানো ছন্দ ফিরে পেতে চাইছে লাল-হলুদ। তবে শুধু মাত্র কোচ চূড়ান্ত করেই থেমে নেই ইমামি ম্যানেজমেন্ট। নতুন মরশুমের জন্য দল গঠনের ক্ষেত্রে ও যথেষ্ট সক্রিয় হয়ে উঠেছিল তারা, গতমাসে কোচের নাম ঘোষণা করার পর থেকেই দলবদলের বাজারে আরো সক্রিয় হয়ে ওঠে ইস্টবেঙ্গল।

   

উল্লেখ্য, আইএসএল মরশুম শেষ হওয়ার আগেই দেশীয় ফুটবলার সই করানোর কাজ শুরু করেছিল ইমামি ম্যানেজমেন্ট। এক্ষেত্রে ওডিশা এফসির থেকে নন্দকুমার শেখর ও চেন্নাইন এফসি থেকে ইভান ভান্সপল কে নিশ্চিত করে ইস্টবেঙ্গল। পাশাপাশি চেন্নাইন এফসির আরেক তরুণ রহিম আলি কে দলে টানতে ও ঝাঁপিয়ে পড়ে কলকাতার এই প্রধান।

পাশাপাশি কেরালা ব্লাস্টার্সের তারকা ফুটবলার তথা বহু যুদ্ধের নায়ক হরমনজোত সিং খাবরা কে ও পাঠানো হয় প্রস্তাব। বর্তমানে রহিম আলি প্রসঙ্গে কিছুটা ধীরে চলো নীতি প্রয়োগ করা হলেও শোনা যাচ্ছে, আগামী মরশুমের জন্য নাকি পুরোনো ক্লাবে ফিরতে চান খাবরা।

তবে সেখানেই শেষ নয়। কেরালা ব্লাস্টার্সের আরেক তারকা নিশু কুমারের সাথে ও কথাবার্তা অনেকদূর এগিয়ে নিয়ে গেছে ইমামি ইস্টবেঙ্গল ব্রিগেড। শেষ খবর অনুযায়ী আসন্ন আইএসএল মরশুমে দল বদল করে কলকাতার এই প্রধানে আসতে আগ্ৰহী নিশু। পাশাপাশি দলের রক্ষনভাগ সামলানোর ক্ষেত্রে এক অজি ডিফেন্ডারের সাথে ও নাকি কথা চালাচ্ছে দল। তাই সমস্ত কিছু ঠিক থাকলে আসন্ন মরশুমে দলের রক্ষনভাগ সামাল দিতে দেখা যেতে পারে নিশু কুমার কে।