গতবারের ভুল ত্রুটি শুধরে নয়া সিজনে ভালো পারফরম্যান্স করাই অন্যতম লক্ষ্য প্রত্যেক ক্লাবের। সেজন্য অনেক আগে থেকেই পরিকল্পনা সাজাতে শুরু করে দিয়েছিল দল গুলি। বিশেষ করে ট্রান্সফার উইন্ডো খোলার পর থেকে আরও সক্রিয়তা। যারফলে বিগত কয়েক মাস ধরেই উঠে আসতে শুরু করেছে একাধিক হাইপ্রোফাইল ফুটবলারদের নাম। তবে শুধুমাত্র সই করানোই নয়। নয়া মরসুমের কথা মাথায় রেখে বেশকিছু ফুটবলারদের রিলিজ ও করে দেওয়ার পরিকল্পনা ছিল অধিকাংশ দলের। যার মধ্যে শোনা যাচ্ছিল কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা ইস্টবেঙ্গলের নাম। বিভিন্ন মাধ্যম সূত্রে খবর ছিল নতুন সিজনে আর হয়তো দলে রাখা হবে না নিশু কুমারকে ( Nishu Kumar)।
সেটাই হয়েছে শেষ পর্যন্ত। দিনকয়েক আগেই ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়েছে এই ভারতীয় লেফট-ব্যাকের। নিজের সোশ্যাল সাইট থেকেই সেই কথা জানিয়ে ছিলেন উত্তর প্রদেশের এই ডিফেন্ডার। উল্লেখ্য, শেষ দুইটি সিজন ধরেই লাল-হলুদ জার্সিতে খেলে আসছিলেন এই ফুটবলার। প্রথমবার যথেষ্ট নজর কাড়লে ও শেষ সিজনে খুব একটা সক্রিয়তা দেখাতে পারেননি তিনি। হিসাব অনুযায়ী দেখলে চলতি বছরের মে মাসের শেষেই তাঁর সঙ্গে চুক্তি শেষ হয়ে গিয়েছিল ইস্টবেঙ্গলের। মনে করা হচ্ছিল এরপর আর হয়তো তাঁর সঙ্গে চুক্তি বাড়াবে না মশাল ব্রিগেড।
তাছাড়াও নতুন সিজনের জন্য তাঁকে নিতে আগ্ৰহ প্রকাশ করেছে ইন্ডিয়ান সুপার লিগের একাধিক ফুটবল ক্লাব। একটা সময় সেক্ষেত্রে যথেষ্ট এগিয়ে ছিল ওডিশা এফসি। কিন্তু পরবর্তীতে বজায় থাকেনি সেই আলোচনা। শুধুমাত্র ওডিশা নয়, খালিদ জামিলের জামশেদপুর এফসি ও বহু আগে থেকেই এই ফুটবলারকে টানার জন্য আগ্রহ প্রকাশ করেছিল। প্রথমদিকে সেই নিয়ে উভয় পক্ষের মধ্যে খুব একটা আলোচনা না এগোলে ও পরবর্তীতে আগ্ৰহ প্রকাশ করেন এই তারকা। শেষ পর্যন্ত দেশের ইস্পাত নগরীর এই ফুটবল ক্লাবেই যোগদান করলেন নিশু কুমার।
সব ঠিকঠাক থাকলে আগামী দুইটি মরসুমের জন্য ঝাড়খণ্ডের এই ফুটবল ক্লাবের হয়ে খেলতে দেখা যেতে চলেছে ইস্টবেঙ্গলে এই প্রাক্তন ডিফেন্ডারকে। গত সিজনে খুব একটা ভালো পারফরম্যান্স না থাকলেও নিজেকে প্রমাণ করার চ্যালেঞ্জ এই তারকার।