প্যারিসে আরও একবার উজ্জ্বল ভারত, হাই জাম্পে রুপো নিশাদের

প্যারিস প্যারালিম্পিক (Paralympics 2024) গেমস যেন ভারতের কাছে পদক জয়ের মঞ্চ হিসাবে পরিচিতি পাচ্ছে। প্যারালিম্পিক্সে ভারতের সাত নম্বর পদক এনে দিলেন নিশাদ কুমার (Nishad Kumar)।…

Nishad Kumar

প্যারিস প্যারালিম্পিক (Paralympics 2024) গেমস যেন ভারতের কাছে পদক জয়ের মঞ্চ হিসাবে পরিচিতি পাচ্ছে। প্যারালিম্পিক্সে ভারতের সাত নম্বর পদক এনে দিলেন নিশাদ কুমার (Nishad Kumar)। পুরুষদের হাই জাম্পের টি৪৭ ইভেন্টে রুপো জিতেছেন তিনি। এর আগে এই একই ইভেন্টে তিন বছর আগে টোকিয়ো প্যারালিম্পিক্সে রুপো জিতেছিলেন তিনি। রবিবার রাতে ২.০৪ মিটার লাফিয়ে টি৪৭ ক্যাটেগরিতে দ্বিতীয় হয়েছেন তিনি। এটা তাঁর এই মরশুমে সেরা জাম্প। তবে তিনি এবার ২.০৮ মিটার জাম্পের টার্গেট রেখেছিলেন, কিন্তু তিনবারের চেষ্টাতেও ব্যর্থ হন।

শনিবার প্রথম ভারতীয় হিসাবে প্যারা অলিম্পিকের কোনও ট্র্যাক ইভেন্টে পদক জিতেছিলেন উত্তরপ্রদেশের কন্যা প্রীতি পাল (Preethi Pal)। আর রবিবার রাতে অ্যাথলেটিকস বিভাগে আরও একটি পদক আনলেন নিশাদ (Nishad Kumar)। নিশাদের ইভেন্টে সোনা জেতেন আমেরিকার রড্রিক টাউনসেন্ড (Roderick Townsend)। তিনি ২.১৬ মিটার জাম্প করে সোনা জেতেন। আর অন্যদিকে ২ মিটার লাফিয়ে ব্রোঞ্জ জিতেছেন জিয়োর্জি মারগিয়েভ।

   

প্যারিসে (Paralympics 2024) প্রতিযোগিতা শুরু হওয়ার আগে নিশাদ (Nishad Kumar) জানিয়েছিলেন, এ বার সোনা জেতার লক্ষ্যে নামবেন তিনি। কিন্তু এ বারও তাঁর সামনে বাধা হয়ে দাঁড়ালেন সেই টাউনসেন্ড। তবে এই ইভেন্টে নিশাদ ছাড়াও ভারতের আরও এক প্রতিযোগী রাম পালও ছিলেন। তিনি ১.৯৫ মিটার লাফিয়ে সাত নম্বরে শেষ করেন। টোকিয়োয় ২.০৪ মিটার লাফিয়েছিলেন নিশাদ। সে বার সোনা জিতেছিলেন আমেরিকার রোডেরিক টাউনসেন্ড। এ বারও সোনা জিতেছেন টাউনসেন্ড। তবে এ বার নিজের পারফরম্যান্স আরও ভাল করেছেন নিশাদ।

ছ’বছর বয়সে একটি দুর্ঘটনায় ডান হাত হারান নিশাদ (Nishad Kumar)। ঘাস কাটার মেশিনে তাঁর হাত ঢুকে যায়। তার পর থেকে এক হাতেই নিজের সব কাজ করেন নিশাদ। ইচ্ছাশক্তি আর মনের জোরেই তিনি নিজেকে নিয়ে গিয়েছেন অন্য উচ্চতায়। তবে নিশাদের প্রতিটি সিদ্ধান্তে তাকে সাহস জুগিয়েছেন তার মা। ২০০৯ সাল থেকে হাই জাম্প শুরু করেন নিশাদ। তারপর থেকে নিজের লক্ষ্যে এগিয়ে চলেছেন ২৪ বছরের তরুণ। দু’টি প্যারালিম্পিক্সে নেমে দু’টি রুপো জিতেছেন। প্যারিসেও (Paralympics 2024)সোনা হাতছাড়া হল তাঁর। তবে ২০২৮ সালে লস অ্যাঞ্জেলসে তৃতীয় পদক জিততে চান তিনি। এই মুহূর্তে সামনের বছর সোনা ছাড়া কিছু ভাবছেন না নিশাদ।