Nikos Karelis: মুম্বাইয়ে যোগ দিলেন এই গ্ৰিক ফরোয়ার্ড, চিনুন

এবছর নতুন করে সেজে উঠছে মুম্বাই সিটি এফসি। ‌ আগের মরসুমে দল আইএসএল চ্যাম্পিয়ন হলেও আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণ করার সুযোগ হারিয়েছে এই হেভিওয়েট ক্লাব। যা…

Nikos Karelis

এবছর নতুন করে সেজে উঠছে মুম্বাই সিটি এফসি। ‌ আগের মরসুমে দল আইএসএল চ্যাম্পিয়ন হলেও আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণ করার সুযোগ হারিয়েছে এই হেভিওয়েট ক্লাব। যা ভালোভাবে নেয়নি সিটি ম্যানেজমেন্ট। নিজেদের হারানো খেতাব ফিরিয়ে আনতে মরিয়া ম্যানেজমেন্ট। নতুন মরশুমের জন্য এবার নিকোলাওস কারেলিসকে (Nikos Karelis) দলের সঙ্গে যুক্ত করল ইন্ডিয়ান সুপার লিগের এই শক্তিশালী ফুটবল ক্লাব।

বৃহস্পতিবার নিজেদের সোশ্যাল সাইট থেকে সেইকথা জানিয়েছে কর্তৃপক্ষ। আগামী বছরের মে মাস পর্যন্ত মুম্বাই সিটির সঙ্গে চুক্তিবদ্ধ এই ফুটবলার। যা নিয়ে খুশি সমর্থকরা। পূর্বে জনপ্রিয় ফুটবল ক্লাব প্যানেটোলিকোস জিএফএস এর সঙ্গে যুক্ত ছিলেন এই গ্ৰীক ফরোয়ার্ড। এছাড়াও ইউরোপের একাধিক ফুটবল ক্লাবের হয়ে খেলেছেন তিনি। প্রথমবারের মতো নয়া সিজনে ভারতে খেলতে আসছেন কারেলিস। এই বিদেশি ফুটবলারের দিকে নজর থাকবে সকলের।

   

বলাবাহুল্য, ফরোয়ার্ড হিসেবে অধিক পরিচিত হলেও দলের প্রয়োজনে লেফট উইং থেকে ও উঠে আসতে পারেন এই গ্রীক তারকা। যা নিঃসন্দেহে বাড়তি অ্যাডভান্টেজ দেবে মুম্বাই ব্রিগেডকে। তিনি একা নন।আইএসএলের কথা মাথায় রেখে সপ্তাহ কয়েক আগেই জন তোরালের মত ফুটবলারকে সই করিয়েছে রণবীর কাপুরের ক্লাব। এছাড়াও তাদের স্কোয়াডে এবার যুক্ত হয়েছেন ব্রেন্ডন ফার্নান্ডেজের মতো দাপুটে ভারতীয়।

যারফলে, আগের থেকে আরও অনেকটাই শক্তিশালী হতে চলেছে পেট্র ক্র্যাটকির দল। কিন্তু গতবারের হতাশা ভুলে নিজেদের আদৌ কতটা মেলে ধরতে পারেন দলের ফুটবলাররা তার উত্তর দেবে সময়।