টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ ২০২৪ (T20 World Cup 2024) নানাভাবে স্মরণীয় হয়ে থাকবে। এবারের আসরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে শিরোপা জয়ের একাধিক দাবিদার। এর মধ্যে রয়েছে প্রাক্তন চ্যাম্পিয়ন পাকিস্তান, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ডের মতো দল। একই সঙ্গে ছোট দলগুলোর জন্যও এবারের বিশ্বকাপ খুব স্মরণীয় হয়ে থাকবে। বিশেষ করে আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্র, স্কটল্যান্ড ও আফগানিস্তান। এই দলগুলো তাদের পারফরম্যান্স সবাইকে চমকে দিয়েছে। নেপালের মতো দল দক্ষিণ আফ্রিকাকে কড়া টক্কর দিয়েছে। ইংল্যান্ড ও নামিবিয়ার মধ্যকার ম্যাচে এমন একটি ঘটনা ঘটে, যা আইসিসির কোনো ইভেন্টে প্রথমবারের জন্য ঘটেছে। আসুন জেনে নেওয়া যাক কী এমন হয়েছে এই ম্যাচে?
Mohun Bagan: দায়িত্ব নিয়েই বড় সিদ্ধান্ত নিচ্ছেন মোলিনা
ইংল্যান্ড ও নামিবিয়ার মধ্যকার এই ম্যাচটি বৃষ্টির কারণে ১০ ওভারে খেলা হয়েছিল। প্রথমে ব্যাট করে ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২২ রান করে ইংল্যান্ড। লক্ষ্য তাড়া করতে দ্রুত রান তুলতে হতো নামিবিয়াকে। নামিবিয়ার হয়ে ব্যাট করতে নেমেছিলেন মাইকেল ভ্যান লিনজেন ও নিকোলাস ডিভাইন।
Namibia batter Nikolaas Davin became the first batter to be dismissed retired out in T20 World Cup history pic.twitter.com/d85e88wTnc
— Vipin Tiwari (@Vipintiwari952_) June 16, 2024
দ্রুত গতিতে রান করা ছাড়া নামিবিয়ার সামনে অন্য কোনও উপায় ছিল না, তবে নিকোলস ধীর গতিতে ব্যাট করেছিলেন। নিকোলস ১৬ বলে ১৮ রান করেছিলেন এবং তাঁর স্ট্রাইক রেট ছিল ১১২.৫। এ সময় নামিবিয়া দলের অধিনায়ক গেরহাগিয়ার্ড এরাসমাস এক চমকপ্রদ সিদ্ধান্ত নিয়ে সবাইকে বিস্মিত করেছেন।
ইস্টবেঙ্গল থেকে ফুটবলার সই করিয়ে নিল Chennaiyin FC
নিকোলাস ডিভাইনকে রিটায়ার্ড আউট করানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তাঁর জায়গায় ডেভিড উইজকে ব্যাটিংয়ে পাঠান অধিনায়ক। ডেভিড উইজ দ্রুত গতিতে রান করতে শুরু করেন এবং ১২ বলে ২৭ রান করেন। এদিকে ডেভিড উইজের উইকেট নিয়ে নামিবিয়ার স্বপ্ন ভেঙে দেন ইংলিশ বোলার জোফরা আর্চার। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ৪১ রানে ম্যাচ হেরেছে নামিবিয়া।