Chima Chuku: চিমার জন্যই সমস্যায় পড়ছিল ক্লাব!

ভারতীয় ফুটবল আঙিনায় বেশ কয়েক মরসুম হল রয়েছেন ড্যানিয়েল চিমা চুকু (Chima Chuku)। ইস্টবেঙ্গলের হয়ে চূড়ান্ত ফ্লপ হওয়ার পর জামশেদপুর এফসিতে গিয়ে জাত চিনিয়েছেন নাইজেরিয়ান…

Nigerian Forward Chima Chuku

short-samachar

ভারতীয় ফুটবল আঙিনায় বেশ কয়েক মরসুম হল রয়েছেন ড্যানিয়েল চিমা চুকু (Chima Chuku)। ইস্টবেঙ্গলের হয়ে চূড়ান্ত ফ্লপ হওয়ার পর জামশেদপুর এফসিতে গিয়ে জাত চিনিয়েছেন নাইজেরিয়ান এই ফরোয়ার্ড। এবারের মরসুমেও তাকে দলে রেখেছে জামশেদপুর এফসি। রাখা কি ঠিক হয়েছে? উঠছে প্রশ্ন।

   

বৃহস্পতিবারের ইন্ডিয়ান সুপার লীগের ম্যাচে হায়দরাবাদ এফসির বিরুদ্ধে মাঠে নেমেছিল জামশেদপুর এফসি। প্রথম একাদশ থেকে চিমা চুকুকে বাদ দিয়েছিলেন জামশেদপুর এফসির কোচ স্কট কুপার। ম্যাচ জিতেছে জামশেদপুর। ম্যাচের একটি মাত্র এবং নির্ণায়ক গোল এসেছে তাচিকাওয়ার পা থেকে। ৭৬ মিনিটে ফ্রি কিক থেকে গোল করে দলকে জিতেছিয়েছেন তিনি।

ইন্ডিয়ান সুপার লীগের দশম সংস্করণে স্কোয়াডের অনেকটা বদলে ফেলেছে জামশেদপুর এফসি টিম ম্যানেজমেন্ট। মূলত চিমাকে আক্রমণভাগে রেখে দল সাজিয়েছিল ইস্পাত নগরীর এই ফ্র্যাঞ্চাইজি ক্লাব। খাতায় কলমে লীগের অন্যান্য দলের তুলনায় জামশেদপুর এফসির স্কোয়াড কিছুটা দুর্বল বলে অনেকে মনে করছেন। তবে একেবারে হেলাফেলা করার মতো নয়।

লীগের প্রথম দুটি ম্যাচে জয় পায়নি জামশেদপুর এফসি। একটি ড্র এবং একটি পরাজয় নিয়ে নামের পাশে ছিল একটি মাত্র পয়েন্ট। বৃহস্পতিবার চিমার অনুপস্থিতিতে জিতেছে দল। এরপর কি আর উইনিং কম্বিনেশন ভাঙতে চাইবেন স্কট কুপার? উঠছে প্রশ্ন।