ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার (Neymar JR) আবার ফিরে এলেন তার শৈশবের ক্লাব স্যান্টোসে (Santos Football Club)। দীর্ঘদিন পর নেইমারের এমন প্রত্যাবর্তনে আবেগপ্লুত হয়ে পড়েছেন স্যান্টোসের ভক্তরা। মঞ্চে উঠে নিজেকে আর ধরে রাখতে পারেননি নেইমার। কাঁদতে শুরু করেন তিনি। তাঁর এই আবেগপূর্ণ মুহূর্তগুলো ছিল স্যান্টোসের ভক্তদের কাছে এক অসাধারণ অভিজ্ঞতা।
অনুষ্ঠান শুরুর আগে বৃষ্টি হচ্ছিল। তবে এর কোনও প্রভাবই পড়েনি ভক্তদের মধ্যে। নেইমারের ফিরে আসার আনন্দে যেন বৃষ্টি তুচ্ছ হয়ে গেছে। হাজার হাজার ভক্ত তাঁদের হাতে ব্যানার নিয়ে স্যান্টোস স্টেডিয়ামে উপস্থিত হয়ে “দ্য প্রিন্স ইজ ব্যাক” স্লোগান দিতে থাকেন। স্যান্টোসে নেইমারের ফিরে আসা যেন এক অভূতপূর্ব ঘটনা। যা ফুটবলপ্রেমীদের মনে দীর্ঘদিন থাকবে।
নেইমারের ফুটবল ক্যারিয়ার নানা উত্থান-পতনের মধ্য দিয়ে গিয়েছে। বার্সেলোনায় মেসি ও সুয়ারেজের সঙ্গে খেলেছেন তিনি। কিন্তু চোটের কারণে কখনও নিজেকে সেরা অবস্থানে রাখতে পারেননি। বিশ্বকাপ জিততে পারেননি। এমনকি ব্রাজিলকে ৭ গোল খেয়ে লজ্জায় পড়তে হয়েছিল তাঁর সময়ে। সৌদি আরবে খেলার সময়েও চোট তাঁকে ছিটকে দেয়। তবুও তাঁর প্রতিভা কখনও উজ্জ্বল ছিল না। কিন্তু সব বাধা পেরিয়ে এখন তিনি ফিরে এসেছেন তার শৈশবের ক্লাব স্যান্টোসে।
এই আবেগময় মুহূর্তে নেইমার হাসলেন, হাসালেন, আবার নিজেই কেঁদে ফেললেন। স্যান্টোসের ভক্তরা তাকে ঘিরে এমন আবেগে বিহ্বল হয়ে পড়েন। এই ঘটনার পরেই নেইমার স্যান্টোসের সঙ্গে চুক্তিতে সই করেন এবং সতীর্থদের সঙ্গে পরিচিত হন। ক্লাব কর্তাদের সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি। স্যান্টোসের ভক্তরা অনেক দিন ধরেই অপেক্ষা করছিলেন নেইমারের এই ফিরে আসার জন্য।
View this post on Instagram
স্যান্টোসের ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করা হয়, যেখানে ভক্তরা তাদের স্লোগান, ”দ্য প্রিন্স ইজ ব্যাক” ব্যবহার করেছেন। সেই ভিডিওতে নেইমারের শৈশবে বেড়ে ওঠা স্যান্টোসের ছবি তুলে ধরা হয় যা ভক্তদের আবেগকে আরও বাড়িয়ে তোলে। এবার স্যান্টোসে নেইমারের পিঠে উঠছে ১০ নম্বর জার্সি। স্যান্টোস এবং ১০ নম্বর জার্সি মানেই ফুটবল সম্রাট পেলে। সেই ১০ নম্বর জার্সি পরেই ফিরে আসলেন নেইমার।
এমনকি নেইমার পেলে সম্পর্কে বলেন, “কিং পেলে, আপনার ইচ্ছা আমার কাছে শিরোধার্য। সিংহাসন ও মুকুট এখনও আপনার। আপনি চিরকালের। এই ১০ নম্বর জার্সি পরা আমার কাছে বিরাট সম্মানের। আপনার উত্তরাধিকারের সম্মান রাখার প্রতিশ্রুতি দিচ্ছি।”
নেইমার কেন স্যান্টোসে ফিরলেন সেই প্রশ্নের উত্তরে তিনি জানান, “আল হিলালে আমি ভালো ছিলাম। তবে ট্রেনিং সেশনে শেষের দিকে বিষণ্ণ লাগত। এর মধ্যেই স্যান্টোসের ডাক এল, আর আমি আর ভাবিনি।”
শোনা যাচ্ছে নেইমার তাঁর পারিশ্রমিক আড়াই থেকে তিন কোটি ডলার কমিয়ে স্যান্টোসে ফিরে এসেছেন। যা তাঁর ভক্তদের কাছে এক বিশেষ বার্তা। ফুটবল জগতের এই কিংবদন্তি এখন আবার তাঁর শৈশবের ক্লাবে ফিরেছেন এবং স্যান্টোসের প্রতি তাঁর শ্রদ্ধা ও ভালবাসা থেকেই এই সিদ্ধান্ত নিয়েছেন।