Pele: পেলের শেষ শ্রদ্ধায় নেইমার নেই! ব্রাজিলবাসী ক্ষুব্ধ

Pele's last tribute

অগনিত মানুষ নীরব। চলছে কিংবদন্তি ফুটবলার পেলের (Pele) শেষ শ্রদ্ধা পর্ব। রাষ্ট্রীয় শোক পালন হচ্ছে। কিন্তু নেইমার নেই! তিনি কোথায়? জানা যাচ্ছে, পেলের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ক্লাব থেকে ছুটি নিয়েছেন তিনি। কিন্তু ব্রাজিলে যাননি।

পেলেকে শ্রদ্ধায় শেষবিদায় জানাতে ব্রাজিলে যাওয়ার কথা ছিল নেইমারের। ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো জানিয়েছে পেলেকে শ্রদ্ধা জানাতে ব্রাজিলে যাননি পিএসজি তারকা নেইমার। তবে তিনি না গেলেও শেষকৃত্যে অংশ নিচ্ছেন নেইমারের পিতা সিনিয়র নেইমার।

   

Pele's last tribute

নেইমার কেন নেই? বিতর্ক শুরু হয়েছে। তাঁর পিতা সিনিয়র নেইমার জানান, নেইমার আসবে না। তার মন খুব খারাপ। সে আমাকে উপস্থিত থাকতে বলেছে। ছেলের হয়ে সাফাই দিলেও জনতা ক্ষুব্ধ। পেলের শেষ শ্রদ্ধায় নেইমারের না আসা নিয়ে বাড়ছে ক্ষোভ।

প্রয়াত কিংবদন্তি পেলের কফিনবন্দি দেহ সর্বসাধারণের শ্রদ্ধা প্রদর্শনের জন্য ২৪ ঘণ্টার জন্য তাঁর ক্লাব সান্তোস এফসির মাঠ ভিলা বেলমিরোয় রাখা হয়েছে।

পেলের মতো নেইমারের উত্থান সান্তোস ক্লাবের হয়েই। এরপর বার্সেলোনা ঘুরে ফ্রান্সের পিএসজিতে খেলছেন নেইমার। ব্রাজিল জাতীয় দলের হয়ে ৭৭টি গোল নিয়ে পেলে ও নেইমার আছেন একই চূড়ায়।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন