প্রকাশিত হল কলকাতা লিগের পরবর্তী ম্যাচ সূচি, কবে খেলবে কোন দল?

বিগত কয়েক মাস ধরেই প্রিমিয়ার ডিভিশন লিগ (Calcutta Football League) নিয়ে সরগরম থেকেছে কলকাতা ময়দান। বর্তমান পরিসংখ্যান অনুযায়ী অন্যান্য দলগুলি তুলনায় অনেকটাই এগিয়ে রয়েছে ইমামি…

upcoming matches of the Calcutta Football League

বিগত কয়েক মাস ধরেই প্রিমিয়ার ডিভিশন লিগ (Calcutta Football League) নিয়ে সরগরম থেকেছে কলকাতা ময়দান। বর্তমান পরিসংখ্যান অনুযায়ী অন্যান্য দলগুলি তুলনায় অনেকটাই এগিয়ে রয়েছে ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। বলতে গেলে এবারের এই ফুটবল লিগে একমাত্র দল হিসেবে এখনও পর্যন্ত অপরাজিত রয়েছে ময়দানের এই প্রধান। সেজন্য, প্রিমিয়ার ডিভিশন লিগ জয়ের অন্যতম দাবীদার হিসেবে সর্বাধিক বিবেচিত হতে থাকেন বিনো জর্জের ছেলেরা। তবে পূর্ব পরিকল্পনা অনুযায়ী গত বছরের শেষের দিকে এই টুর্নামেন্ট শেষ করার পরিকল্পনা থাকলেও সেটা সম্ভব হয়নি।‌ সুপার সিক্সের বেশ কিছু ম্যাচ বাকি থাকলেও সেগুলি আয়োজন করা নিয়ে দেখা দিয়েছিল একাধিক জটিলতা।

যারফলে পরবর্তীতে ম্যাচ গুলি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল বঙ্গীয় ফুটবল ফেডারেশন। হিসাব অনুযায়ী কলকাতা ময়দানের এই প্রধান খেতাব জয়ের অন্যতম দাবিদার হিসেবে বিবেচিত হলেও তাঁদের সাথেই

   

চ্যাম্পিয়নশিপের অন্যতম দাবিদার হিসেবে উঠে এসেছে ডায়মন্ড হারবার এফসি। তাঁদের সঙ্গে লাল-হলুদ ব্রিগেডের পয়েন্টের ফারাক থাকলেও সেই ম্যাচে লাল-হলুদ ব্রিগেডকে আটকাতে পারলে ট্রফি জয়ের দৌড়ে অনেকটাই সক্রিয় হয়ে উঠবে কিবু ভিকুনার ছেলেরা। যারফলে এখনও জমজমাট এই ফুটবল লিগ। কিন্তু মরসুম যত এগিয়েছে অন্যান্য টুর্নামেন্টে গুলির জন্য এই টুর্নামেন্ট খেলা সম্ভব ছিল না ডায়মন্ড হারবার এফসির মতো দল গুলির।

পাশাপাশি বঙ্গীয় ফুটবলের খেলানোর নিয়ম তৈরি হয়েছিল ব্যাপক জল্পনা। সেই নিয়েই বিগত কয়েক মাস ধরে সরগরম ছিল কলকাতা ময়দান‌। পরবর্তীতে ময়দানের তিন প্রধানের পাশাপাশি ডায়মন্ড হারবার এফসির কর্মকর্তাদের ডেকে পাঠিয়ে বৈঠকে বসে আইএফএ। কিন্তু সমাধান সূত্র মেলা যথেষ্ট কষ্টসাধ্য হয়ে উঠেছিল সকলের কাছেই। আসলে এই সময় দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ ফুটবল টুর্নামেন্ট গুলি খেলতে হয় অধিকাংশ ক্লাবগুলিকে। যারফলে এমন পরিস্থিতিতে প্রিমিয়ার ডিভিশন লিগের ম্যাচ আয়োজন ঘিরে দেখা দিতে থাকে একাধিক সমস্যা।

অবশেষে ঘোষণা করা হল‌ কলকাতা ফুটবল লিগের চ্যাম্পিয়নশিপের পরবর্তী ম্যাচ সূচি। সেই অনুযায়ী আগামী ১৩ই ফেব্রুয়ারি দুপুর ২টো নাগাদ নৈহাটির বঙ্কিমাঞ্জলী স্টেডিয়ামে ডায়মন্ড হারবার এফসির বিপক্ষে খেলতে নামবে ইমামি ইস্টবেঙ্গলের রিজার্ভ দল। ঠিক তার কয়েকদিন পরেই আগামী ১৮ই ফেব্রুয়ারি দুপুর ২টো নাগাদ এই মাঠেই ময়দানের আরেক প্রধান তথা মহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে পরবর্তী ম্যাচ খেলবে নরহরি শ্রেষ্ঠাদের দল। এখন এই দুইটি ম্যাচের দিকেই নজর থাকবে বাংলার ফুটবলপ্রেমীদের।