‘ভারতবাসী হিসেবে আমি গর্বিত’, ইংল্যান্ডের মাঠে দাঁড়িয়ে বললেন শঙ্করলাল

নেক্সট জেন কাপে (Next Gen Cup) এভারটনের বিরুদ্ধে ম্যাচের পর উত্তেজনায় ফুটছিলেন শঙ্করলাল চক্রবর্তী (Sankarlal Chakraborty)। কিন্তু উত্তেজনার প্রচন্ড বহিঃপ্রকাশ তাঁর স্বভাবে নেই। কিন্তু এদিনের আবেগকে ধরে রাখা যায় না। ইংল্যান্ডের মাঠে ইনল্যান্ডের দলকে হারিয়েছে শঙ্করলাল চক্রবর্তীর পঞ্জাব এফসি। ম্যাচের পর সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় শঙ্করলালের গলা ধরে আসছিল উত্তেজনায়। চোখে মুখে দৃঢ়তা, চোয়াল শক্ত, শব্দে মেশানো আবেগ।

   

বিরতির আগে পর্যন্ত এক গোলে এগিয়ে ছিল এভারটন। বিরতির পর পঞ্জাব এফসির পাল্টা আক্রমণ। ম্যাচের শেষ বাঁশি বাজার পর স্কোরবোর্ডে লেখা পঞ্জাব এফসি ২-১ এভারটন। বিরতির সময় ছেলেদের কী বলেছিলেন শংঙ্করলাল?

তাঁর কথায়, “টটেনহ্যাম, আস্টন ভিলা সবাই বলছে আমাদের টিম ভাল। তারা নিশ্চই এমন কিছু আমাদের মধ্যে দেখেছেন যে কারণে প্রশংসা করছেন। আগের ম্যাচগুলোতেও আমরা জিতে পারতাম। দু’টো গোল দিয়েছিলাম, বল গোল পোস্টে লেগেছে। সুযোগ কাজে লাগাতে পারলে আরও গোল করতে পারতাম আমরা।”

শঙ্করলালের মতে, এই জয় শুধু পঞ্জাব এফসির জয় নয়, গোটা ভারতের জন্য জয়। “ইংল্যান্ডের মাটিতে এই জয় কিন্তু পঞ্জাব এফসির জয় নয়। এটা গোটা ভারতের জন্য জয়। একজন ভারতবাসী হিসেবে আমার গর্ববোধ হচ্ছে। আগামী দিনে এই ম্যাচ থেকে অনেকে অমুপ্রাণিত হতে পারবেন।” নেক্সট জেন কাপের এই ম্যাচ শেষ হওয়ার কিছু পরে পঞ্জাব এফসির সোশ্যাল মিডিয়া পেজ থেকে স্কোরলাইন পোস্ট করা হয়। ক্যাপশনে লেখা, ‘আ স্পেশাল স্পেশাল উইন’। সত্যি, ‘একটা বিশেষ বিশেষ জয়’ বটে। শঙ্করলাল চক্রবর্তীও সেটা বুঝিয়ে দিলেন প্রতি শব্দের মাধ্যমে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন