বাংলাদেশিদের হতাশ করলো নিউজিল্যান্ড

২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ভারত। নিউজিল্যান্ড কে চার উইকেটে হারিয়ে ট্রফি ঘরে তুলল রোহিত, বিরাটরা। ভারতের এই জয়ে ভারতবাসী যতটা আনন্দিত ঠিক ততটাই হতাশ বাংলাদেশী…

https://kolkata24x7.in/wp-content/uploads/2025/03/bangladeshi-cricket-girl-f.jpg

short-samachar

২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ভারত। নিউজিল্যান্ড কে চার উইকেটে হারিয়ে ট্রফি ঘরে তুলল রোহিত, বিরাটরা। ভারতের এই জয়ে ভারতবাসী যতটা আনন্দিত ঠিক ততটাই হতাশ বাংলাদেশী দর্শকরা। ২০২৩ সালে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে হেরে ট্রফি হাতছাড়া হবার পর সমাজ মাদ্ধমে বয়ে গেছিল ট্রোলের বন্যা। সেই সময় বাংলাদেশের দর্শকরা যথেষ্ট উচ্ছাস দেখিয়েছিলেন। সমাজমাদ্ধম ভরে গেছিল ভারতীয় টিম বিরুদ্ধ পোস্টে। এমনকি এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও সেমি ফাইনালে ভারত অস্ট্রেলিয়ার কাছে হারবে বলেও প্রচুর মাতামাতি দেখা যায় বাংলাদেশি দর্শকদের মধ্যে। কিন্তু তাদের আশা এবার বিশ বাওঁ জলে, নিউজিল্যান্ড কে কার্যত পর্যুদস্ত করে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি ঘরে তুলল ভারতীয় ক্রিকেট দল।

   

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে শুরু টা ভালোই করেছিল নিউজিল্যান্ড। ছন্দে ছিলেন রাচিন রবীন্দ্র এবং কেন উইলিয়ামসন, কিন্তু কুলদীপ যাদবের একটি গুগলি এবং একটি ফ্লিপারে দুজনকেই তাড়াতাড়ি প্যাভিলিয়নে ফিরতে হয়। এরপর অবশ্য মিচেল কিছুটা হাল ধরলেও চেনা ছন্দে দেখা যায়নি নিউজিল্যান্ড দলকে। শেষমেশ ভারতীয় দলকে ২৫২ রানের লক্ষমাত্রা দিতে সক্ষম হয় বিপক্ষ নিউজিল্যান্ড। রোহিত শর্মা, শ্রেয়াস আইয়ার এবং হার্দিক পাণ্ড্যর ব্যাটে ভর করে ৪ উইকেটে ম্যাচ জিতে নেয় ভারতীয় ক্রিকেট টিম। হিট ম্যান রোহিত রান পেলেও এদিন রান পেলেন না বিরাট কোহলি, হাতছাড়া হল রেকর্ডও।

তবে ভারতীয় দলের এই জয় যেমন ভুলিয়ে দেবে ২০২৩ এ অস্ট্রেলিয়ার বিপক্ষে দুঃস্বপ্নের রাত, তেমন ই জ্বালা ধরাবে বাংলাদেশী ক্ৰিকেট সমর্থকদের বুকেও। এমনিতেই পাকিস্তান এবারের আয়োজক দল কিন্তু সেখানেই অনুষ্ঠিত হলনা চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচ এবং সেটা নিয়েও পাকিস্তানী সমর্থকদের ক্ষোভের অন্ত নেই। তার সঙ্গে এবার যোগ হল বাংলদেশী সমর্থকদের নাম ও।