India vs New Zealand Test : ৮ উইকেটে হার ভারতের, ৩৬ বছর ইতিহাস গড়ল কিউইরা

তিন ম্যাচের টেস্ট সিরিজের মধ্যে নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নেমে ঘরের মাঠে লজ্জার হার ভারতের (India)। পঞ্চম দিনের সকালেই ৮ উইকেটে হার…

India vs New Zealnd Test Match

তিন ম্যাচের টেস্ট সিরিজের মধ্যে নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নেমে ঘরের মাঠে লজ্জার হার ভারতের (India)। পঞ্চম দিনের সকালেই ৮ উইকেটে হার রোহিতদের। শেষ দিনে কিউইদের জয়ের জন্য দরকার ছিল ১০৭ রান। তাঁদের আটকানো বড় চ্যালেঞ্জ ছিল জসপ্রীত বুমরা এবং মহম্মদ সিরাজদের কাছে। তবে সব ব্যৰ্থ হল টিম ইন্ডিয়ার। একইসঙ্গে দীর্ঘ ৩৬ বছর পর ভারতকে তাঁদের ঘরের মাঠে হারিয়ে উজ্জ্বিবীত কিউইরা।

   

প্রথম ইসিংসে ৪৬ রানে অল আউটের পর ভারতের ভাগ্য নির্ধারণ হয়ে গিয়েছিল। তবে লড়াইও করেছিলেন টিম ইন্ডিয়ার বোলাররা। নিউজিল্যান্ড ১০ উইকেট হারিয়ে ৪০২ রান করে। এরপর নিজেদের হার বাঁচাতে দ্বিতীয় ইনিংসে ২২ গজে নিজেদের মেলে ধরেছিলেন সরফরাজ খান, ঋষভ পন্থ এবং বিরাট কোহলিরা। তবুও নিউজিল্যান্ডের জয়ের কাছে ফিকে হয়ে পড়ল তাঁদের রানের পাহাড়।

চতুর্থ দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ১০ উইকেট হারিয়ে ৪৬২ করে ভারত। কিউইদের সামনে টার্গের্ট বেঁধে দেয় ১০৭ রানের। টার্গেট কম থাকায় কিউয়ি ব্যাটাররা ঝুঁকি নেননি, ফলে উইকেটে টিকে থেকে খেলেন তাঁরা। তবে শুরুতেই উইকেট হারালেও সমস্যা হয়নি নিউজিল্যান্ডের। শেষ পর্যন্ত টিকে থেকে উইল ইয়ং ও রাচিন রবীন্দ্র দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। এই জয়ের মধ্যে দিয়ে দীর্ঘ ৩৬ বছর পর টিম ইন্ডিয়াকে তাঁদের ঘরের মাঠে হারিয়ে জ্জ্বিবীত কিউইরা।