এই নিয়ে নতুন বছরে পরপর তিনবার মোহনবাগানের কাছে হারল ইস্টবেঙ্গল। অনূর্ধ্ব ১৫ এবং আইএসএল ডার্বির পর এবার অনূর্ধ্ব ১৭। এদিন ঘরের মাঠে আদিত্য মণ্ডলের করা একমাত্র গোলে জয়ের পতাকা ওড়ালো মোহনবাগান।
এদিন মোহনবাগান তার ঘরের মাঠে মুখোমুখি হয় চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের সামনে।। প্রিয় দলের হয়ে গলা ফাটাতে মাঠে উপস্থিত ছিলেন বহু সভ্য সমর্থকও।
প্রথমার্ধ থেকেই ইস্টবেঙ্গল মোহনবাগানের রক্ষণ ভাগে চাপ দিতে শুরু করে । পেনাল্টি বক্সের বাইরে থেকে নয় নাম্বার জার্সি পরিহিত সুজয় পাল প্রথম ক্রসটি তোলেন , তবে মোহনবাগানের গোলরক্ষক তা বাঁচিয়ে দেন। এরপর মোহনবাগান আরও একটি সুযোগ পেলে তা ইস্টবেঙ্গলের রক্ষণভাগ প্রতিহত করতে সক্ষম হয়। পরে শেখর সরদার আরও একটি সুযোগ পেলে তা গোলপোস্টের বাইরে দিয়ে বেরিয়ে যায়।
এরপর দ্বিতীয়ার্ধে আক্রমণ প্রতিআক্রমণে খেলা জমতে থাকে । অবশেষে প্রায় ৭৭ মিনিটের মাথায় কর্নারের বলে ম্যাচের একমাত্র গোলটি করে ফেলেন আদিত্য।
১১ই জানুয়ারি রিলায়েন্স ফাউন্ডেশন ইউথ স্পোর্টসের অনূর্ধ্ব-১৫ টুর্নামেন্টের গ্রুপ পর্বের ম্যাচে রাজদীপ পালের জোড়া গোলে ২-১ গোলে জয় ছিনিয়ে নেন মোহনবাগান। পরবর্তীতে আইএসএলে ম্যাকলারেনের একমাত্র গোলে ইস্টবেঙ্গলের সিনিয়ার দলকে হারায় মোহনবাগান। এদিনের জয় মোহনবাগানকে আরও উদ্বুদ্ধ করলেও চিন্তার ভাজ দেখা গিয়েছে ইস্টবেঙ্গলের উপরে। আগামী রবিবার ইস্টবেঙ্গল গোয়ার বিরুধে তার আওয়ে ম্যাচটি খেলতে চলেছে। কি হবে সেই ম্যাচের ফলাফল চোখ রাখবে আপামর ফুটবলপ্রেমী।