ভারতের ইতিহাসে নয়া রেকর্ড কোচ জামিলের

Khalid Jamil
Khalid Jamil

বুধবার আইএসএলে (ISL ) ওডিশার বিরুদ্ধে ৩-২ গোলের ব্যবধানে হারে জামশেদপুর এফসি (Odisha FC vs Jamshedpur FC)। ঘরের মাঠে এই হার খুবই হতাশাজনক, কিন্তু জামশেদপুরের এই জোড়া গোল এনে দিয়েছে তাদের কোচ খালিদ জামিলকে (Khalid Jamil) নয়া তকমা। খালিদ জামিল বর্তমানে প্রথম ভারতীয় কোচ যার অধীনে কোনো দল আইএসএলে ১০০ গোল করেছেন। এর আগে আইএসএলের ইতিহাসে কোনো ভারতীয় কোচ এই রেকর্ড করতে পারেননি।

   

জামশেদপুরের হয়ে দুটি গোল করেন জর্দান ম্যারে এবং ইজি। অন্যদিকে ওডিশার হয়ে জোড়া গোল করেন হুগো বোমস এবং একটি গোল করেন ডরি।

যদিও টাটা ২৩ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে প্লে-অফে জায়গা করে নিয়েছে। তাই এই হার তাদের খুব একটা অসুবিধা করবেনা। তবে ওডিশার জন্যে এই জয়টা প্রয়োজন ছিল সুপার সিক্সের দৌড়ে টিকে থাকার জন্য।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন