Monday, October 13, 2025
HomeSports Newsমোহনবাগানের নতুন সভাপতি টুটু বসুর বিকল্প হতে পারবেন তো?

মোহনবাগানের নতুন সভাপতি টুটু বসুর বিকল্প হতে পারবেন তো?

prasun-biswas
প্রসূন বিশ্বাস

বুধবার মোহনবাগান (Mohun Bagan) কার্যকারী সমিতির বৈঠক। এই বৈঠকেই চূড়ান্ত হবেন কে পরবর্তী মোহনবাগান সভাপতি হবেন। এতদিন এই পদে ছিলেন টুটু বসু (Tutu Basu)। গত কয়েক দশক ধরে মোহনবাগান নামের সঙ্গে জড়িয়ে গিয়েছিল টুটু-অঞ্জন নাম।

   
Advertisements

গত কয়েক বছরে মোহনবাগান প্রশাসনিক স্তরে যেভাবে কর্তাদের গোষ্ঠী বদলের চিত্রনাট্য লেখা হয়েছে তাতে অনেক প্রশ্ন উঠেছে। আবার অতীতের অনেক প্রশ্ন গঙ্গায় ভেসে গিয়েছে উত্তর না পেয়েই। সে লম্বা ফিরিস্তি। বরং এই কার্যসমিতির বৈঠকের আগে যে প্রশ্নটা বারবার ঘুরে ফিরে আসছে বাগান জনতার মধ্যে সেটা একটু দেখে নেওয়া যাক। কে হবেন নতুন সভাপতি।

Advertisements

ইতিমধ্যেই প্রাক্তন ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায় সুব্রত ভট্টাচার্যের নাম শুনিয়েছেন। তিনি বলেছেন সুব্রত সভাপতি হলে উনি খুশী হবেন। দেবাশিষ দত্তদের তিরিশ জনের উইশ লিস্টে সুব্রত ভট্টাচার্যের নাম থাকাটা বড়ই ক্ষীণ আশার সামিল। অনেকে বলছেন আদ্যপান্ত মোহনবাগানী প্রাক্তন রাজ্যপাল শ্যামল সেন হতে পারেন। তর্কের খাতিরে যদি শ্যামল সেনকেও ধরে নিই।

তাহলেও বলতে হচ্ছে টুটু বসুর বিকল্প হয়ে উঠতে পারা মুস্কিল এই প্রাক্তন রাজ্যপালের। মাঝে এও শোনা গিয়েছিল সঞ্জীব গোয়েঙ্কাকে সভাপতি করে তাকে বুঝিয়ে মোহনবাগান নামের আগে থেকে এটিকে শব্দটিকে সরিয়ে দেওয়ার পথ প্রসস্থ করবেন বর্তমান কর্তারা। শোনাযাচ্ছে আলোচনা চলছে মোহনবাগান নামরে সঙ্গে এসজি শব্দটা জুড়ে যদি পথ বার করা যায়। এসজির অর্থ সঞ্জীব গোয়েঙ্কাও হতে পারে আবার সঞ্জীব গোযেঙ্কার আইপিএল দল সুপার জায়ান্টসের শর্ট ফর্ম হতে পারে।

এইরকম অনেক কিছুই হতে পারে। তবে সবটাই আলোচনার টেবিলে। বুধবার বৈঠকে তিনজনের নাম শর্টলিস্ট করে আলোচনায় বসবেন দেবাশিষ দত্তরা। তারথেকেই একজনকে বেছে নেবেন তারা। এই তিন নামের মধ্যে প্রাক্তণ আইপিএস কর্তার নাম থাকলেও অবাক হওয়ার কিছু নেই। তবে যেই আসুন না কেন বাগান জনতার একটাই প্রশ্ন তিনি কি টুটু বসুর বিকল্প হতে পারবেন? যদিও আইএসএলের বাজারে মোহনবাগান অ্যাথালেটিক ক্লাবের কর্তাদের ক্ষমতা সীমাবদ্ধ ক্লাবের সবুজ মেরুন তাঁবুর মধ্যেই। কারণ ফুটবল দল সংক্রান্ত পুরো সিদ্ধান্তই এটিকে মোহনবাগান কর্তারা নিয়ে থাকেন।

Latest News