নেই মোহনবাগান! প্রকাশ এএফসি চ্যাম্পিয়নস লিগ টুয়ের নয়া ম্যাচ সূচি

গত বছর মুম্বাই সিটি এফসিকে হারিয়ে আইএসএলের শিল্ড জিতেছিল মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। সেই জয়ের সুবাদে এই বছর এএফসি চ্যাম্পিয়নস লিগ (AFC Champions League)টায়ার…

New Match Schedule for AFC Champions League Two Released

গত বছর মুম্বাই সিটি এফসিকে হারিয়ে আইএসএলের শিল্ড জিতেছিল মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। সেই জয়ের সুবাদে এই বছর এএফসি চ্যাম্পিয়নস লিগ (AFC Champions League)টায়ার টুয়ের যোগ্যতা অর্জন করেছিল ময়দানের এই প্রধান। যা নিঃসন্দেহে বড়সড় চমক ছিল সকলের কাছে। বলতে গেলে প্রথমবার কলকাতা ময়দানের কোনও প্রধানের কাছে এসেছিল এমন আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলার সুযোগ। সেইমতো নিজেদের প্রস্তুতি শুরু করেছিল সবুজ-মেরুন ম্যানেজমেন্ট।

গত কয়েক বছরের মতো একাধিক হাইপ্রোফাইল ফুটবলারদের যুক্ত করা হয়েছিল দলের সঙ্গে। বদল করা হয়েছিল কোচ। আইএসএলের পাশাপাশি এএফসির টুর্নামেন্টে ভালো পারফরম্যান্স করাই অন্যতম লক্ষ্য ছিল মেরিনার্সদের। কিন্তু সেটা আর হল কোথায়। নির্ধারিত সূচি অনুযায়ী এএফসি চ্যাম্পিয়নস লিগ টায়ার টুয়ের গ্ৰুপ পর্বের প্রথম ম্যাচে রাভসন কুলবের মুখোমুখি হয়েছিল মোহনবাগান। ঘরের মাঠে অমীমাংসিত ফলাফলে শেষ হয়েছিল সেই ম্যাচ। তবে পরবর্তী ম্যাচ থেকে ছন্দে ফেরার লক্ষ্য থাকলেও সেটা সম্ভব হয়নি।

   

পুরনো সূচি অনুযায়ী চলতি মাসের শুরুতেই ইরানে দ্বিতীয় ম্যাচ ছিল সবুজ-মেরুনের। যেখানে তাঁদের প্রতিপক্ষ ছিল ট্র্যাক্টর এফসি। কিন্তু মধ্যপ্রাচ্যের অশান্ত পরিস্থিতির দরুন যথেষ্ট অশান্ত ইরান। যারফলে ভিসার পাশাপাশি খেলোয়াড়দের নিরাপত্তার কথা মাথায় রেখে সেই ম্যাচের জন্য দল পাঠায়নি মোহনবাগান ম্যানেজমেন্ট। পরবর্তীতে এএফসির কাছে সমস্ত কিছু উল্লেখ করে বিশেষ চিঠি প্রদান করা হলেও কাজের কাজ কিছুই হয়নি। বরং শাস্তি স্বরূপ টুর্নামেন্ট থেকে সরিয়ে দেওয়া হয়েছে মোহনবাগানের নাম। যা কিছুতেই ভালোভাবে নেয়নি দেশের ফুটবলপ্রেমী মানুষরা।

অনেকেই আশা করেছিল যে সমস্ত কিছু খতিয়ে দেখেই হয়ত সিদ্ধান্ত নেবে এএফসি। কিন্তু সেটা হল কোথায়। মঙ্গলবার এএফসির তরফে প্রকাশিত হয় টায়ার টুয়ের নয়া গ্ৰুপ সূচি। সেই অনুযায়ী আগামী ২৩শে অক্টোবর থেকে শুরু হবে পরবর্তী ম্যাচ। কিন্তু সেখানে গ্ৰুপ ‘এ’তে বাকি দলগুলির ম্যাচের কথা উল্লেখ থাকলেও নেই মোহনবাগানের কোনও ম্যাচ। যা ব্যাপক হতাশ করেছে সকলকে।