Mohun Bagan-East Bengal: নতুন কোচ ও ক্যাপ্টেন বেছে নিল মোহনবাগান-ইস্টবেঙ্গল

Mohun Bagan-East Bengal

Mohun Bagan-East Bengal: কলকাতা মহিলা ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের জন্য কোচ ও অধিনায়ক নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করেছে বঙ্গীয় ক্রিকেট নিয়ামক সংস্থা সিএবি। বুধবার ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল অংশগ্রহণকারী ১০টি ক্লাবের জন্য অধিনায়ক ও কোচ নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করেছে।

ড্র শেষে দলের অধিনায়ক ও কোচের নাম ঘোষণা করেন সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএবির সহ-সভাপতি অমলেন্দু বিশ্বাস, মাননীয় সচিব নরেশ ওঝা, মাননীয় যুগ্ম সম্পাদক দেবব্রত দাস এবং মাননীয় কোষাধ্যক্ষ প্রবীর চক্রবর্তী।

   

মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব, ভবানীপুর ক্লাব, বড়িশা স্পোর্টিং ক্লাব, ইস্টবেঙ্গল ক্লাব, উয়াড়ি অ্যাথলেটিক ক্লাব, মহামেডান স্পোর্টিং ক্লাব, এরিয়ান ক্লাব, কালীঘাট ক্লাব, রাজস্থান ক্লাব এবং টাউন ক্লাব তাদের দলের কোচ এবং অধিনায়ক নির্বাচন করেছে।

চলতি বছর থেকেই সিএবি-র ক্রিকেট ক্যালেন্ডারে যুক্ত হওয়া এই টুর্নামেন্ট আগামী দিনে বাংলার ক্রিকেটের জন্য একঝাঁক প্রতিভাকে তুলে নিয়ে আসার কাজে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে। লিগ কাম নকআউট ফর্ম্যাটে খেলা এই টুর্নামেন্টে প্রতিটি দলে একজন তারকা মার্কি, বেঙ্গল সিনিয়র, বেঙ্গল অনূর্ধ্ব -২৩, অনূর্ধ্ব -১৯ এবং অনূর্ধ্ব -১৫ খেলোয়াড় রাখতে যাতে প্রতিটি দলকে।

প্রতিযোগিতায় অংশ নিতে চলা প্রতিটি দলের কোচ এবং অধিনায়ক:-
১. ইস্টবেঙ্গল ক্লাব- মমতা কিসকু (অধিনায়ক), অনন্যা মিত্র (কোচ)
২. ওয়ারী অ্যাথলেটিক ক্লাব- অঙ্কিতা চক্রবর্তী (অধিনায়ক), অর্পিতা ঘোষ (কোচ)
৩. টাউন ক্লাব- মিতা পাল (অধিনায়ক), শিব সাগর সিং (কোচ)
৪. আরিয়ান ক্লাব- কাশিস আগরওয়াল (অধিনায়ক), প্রবাল দত্ত (কোচ)
৫. মোহনবাগান ক্লাব- সুকন্যা পারিদা (অধিনায়ক), গায়ত্রী মাল (কোচ)
৬. মোহামেডান স্পোর্টিং ক্লাব- প্রিয়াঙ্কা বালা (অধিনায়ক), জয়ন্ত ঘোষ দস্তিদার (কোচ)
৭. রাজস্থান ক্লাব- ঝুমিয়া খাতুন (অধিনায়ক), দীপালি শ (কোচ)
৮. কালীঘাট ক্লাব- পিয়ালি ঘোষ (অধিনায়ক), পারমিতা রায় (কোচ)
৯. বড়িশা স্পোর্টিং ক্লাব- ধারা গুজ্জর (অধিনায়ক), চরণজিৎ সিং মাথারু (কোচ)
১০. ভবানীপুর ক্লাব- প্রিয়াঙ্কা সরকার (অধিনায়ক), স্নেহা মাঝি (কোচ)

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন