বাজল ভোটের বাদ্যি! নির্বাচনের গনগণে আঁচ সবুজ-মেরুন তাঁবুতে

নির্বাচনের (Election) দামামা বেজে গিয়েছে বাগান (Mohun Bagan) তাঁবুতে। এবার ক্লাবের ভবিষ্যত নির্ধারণে এক গুরুত্বপূর্ণ মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে কলকাতার অন্যতম বৃহত্তম ক্রীড়া প্রতিষ্ঠানটি। ২০ মার্চ,…

Mohun Bagan Club Executive Committee Meeting Postponed

নির্বাচনের (Election) দামামা বেজে গিয়েছে বাগান (Mohun Bagan) তাঁবুতে। এবার ক্লাবের ভবিষ্যত নির্ধারণে এক গুরুত্বপূর্ণ মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে কলকাতার অন্যতম বৃহত্তম ক্রীড়া প্রতিষ্ঠানটি। ২০ মার্চ, বৃহস্পতিবার অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়ের নেতৃত্বে একটি পাঁচ সদস্যের নির্বাচনী কমিটি (Election Committee) গঠন করা হয়েছে, যার হাতেই ক্ষমতা হস্তান্তর করেছে ক্লাবের বর্তমান কার্যকরী কমিটি। এই নতুন কমিটি এখন থেকে মোহনবাগানের আগামী নির্বাচনের দিনক্ষণ এবং পদ্ধতি নির্ধারণ করবে।

মোহনবাগানের নির্বাচনের প্রস্তুতি অনেকদিন ধরেই শুরু হয়েছিল। গত জানুয়ারিতে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় ক্লাবের প্রাক্তন সচিব সৃঞ্জয় বোসসহ বেশ কিছু সদস্য নির্বাচনের সময় নির্ধারণের দাবি জানিয়েছিলেন। এই আলোচনায় সৃঞ্জয় বোস স্পষ্টভাবে বলেন, “মোহনবাগানের এক্সিকিউটিভ কমিটির মেয়াদ তিন বছর। তাই সেটা আর বাড়ানো সম্ভব নয়।” এই সময় ক্লাবের সহ-সভাপতি কুণাল ঘোষও তার অবস্থান স্পষ্ট করেন, “বর্তমান কমিটি কোনোভাবেই অতিরিক্ত সময় ক্ষমতায় থাকতে চায় না।” এই বৈঠকেই জানানো হয়েছিল যে, এক্সিকিউটিভ কমিটির বৈঠক ডেকে দ্রুত নির্বাচনী বোর্ড গঠন করা হবে, যা মোহনবাগানের আগামী নির্বাচন পরিচালনা করবে।

   

সেদিনের সিদ্ধান্ত অনুযায়ী, ২০ মার্চ কার্যকরী কমিটির বৈঠকে নির্বাচনী কমিটি গঠন করা হয়। সেখানেই অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়ের নেতৃত্বে পাঁচ সদস্যের কমিটি তৈরি করা হয়। এই কমিটিতে আছেন কলকাতা হাই কোর্টের তিন বিচারপতি শৌভিক মিত্র, অভিষেক সিংহ, এবং বিশ্বব্রত বসু মল্লিক। এছাড়াও, কমিটিতে রয়েছেন আইনজীবী অনুপ কুমার মণ্ডল। এই নির্বাচনী কমিটি এখন থেকে ক্লাবের নির্বাচনের সমস্ত সিদ্ধান্ত নেবে।

নির্বাচন সংক্রান্ত সিদ্ধান্ত নিতে এই কমিটি দ্রুত বৈঠক করবে এবং নির্বাচন কবে হবে, কিভাবে হবে, মনোনয়ন প্রক্রিয়া কবে শুরু হবে এই সব বিষয়ে সিদ্ধান্ত নেবে। এমনকি, ২০২৫-২০২৮ সালের জন্য নির্বাচনের সমস্ত বিষয়ও ঠিক করবে এই কমিটি। তাছাড়া, মোহনবাগানের নির্বাচন পদ্ধতি এবং তার স্বচ্ছতা নিয়েও কোনও প্রশ্ন উঠবে না, কারণ কমিটির প্রত্যেক সদস্যই ক্লাবের সদস্য এবং তাদের ওপর ক্লাবের সদস্যদের পূর্ণ আস্থা রয়েছে।

মোহনবাগানে নির্বাচনের প্রক্রিয়া ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ এটি শুধুমাত্র ক্লাবের পরিচালনাসংক্রান্ত বিষয় নয়, বরং মোহনবাগান পরিবারের প্রতিটি সদস্যের জন্য একটি বড় দিকনির্দেশক। ক্লাবের সদস্যদের কাছে নির্বাচনের পদ্ধতি এবং এর স্বচ্ছতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই, বর্তমান নির্বাচনী বোর্ডের সদস্যরা এই দিকটি বিশেষভাবে গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নেবেন।

মোহনবাগান ক্লাবের নির্বাচনী প্রক্রিয়া অতীতে কখনোই বিতর্কিত হয়নি। এই নির্বাচনী কমিটি যাতে তার দায়িত্ব সঠিকভাবে পালন করে, সেজন্য প্রত্যেক সদস্যই প্রস্তুত। সৃঞ্জয় বোস নিজেও এই কমিটির প্রতি আস্থা জানিয়েছেন এবং ক্লাবের স্বার্থে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

এই মুহূর্তে মোহনবাগানে যে উত্তেজনা বিরাজ করছে, তা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। একদিকে আইপিএল এবং কলকাতা নাইট রাইডার্সের ম্যাচের উত্তাপ, অন্যদিকে মোহনবাগান ক্লাবে নির্বাচনের গনগণে আঁচ।