Shubman Gill: রোহিত-বিরাটের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা গিলের

২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে প্রতিদিনই নতুন নতুন রেকর্ড তৈরি হচ্ছে। টানা ৭ ম্যাচ জিতে সেমিফাইনালে উঠলেও এখনও দুটি লিগ ম্যাচ বাকি রয়েছে ভারতীয় দলের। ৫…

Rohit Sharma, Virat Kohli, and Shubman Gill

২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে প্রতিদিনই নতুন নতুন রেকর্ড তৈরি হচ্ছে। টানা ৭ ম্যাচ জিতে সেমিফাইনালে উঠলেও এখনও দুটি লিগ ম্যাচ বাকি রয়েছে ভারতীয় দলের। ৫ নভেম্বর কলকাতায় দক্ষিণ আফ্রিকা এবং ১২ নভেম্বর বেঙ্গালুরুতে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে ভারতীয় দল। তবে সেমিফাইনাল ম্যাচ কোথায় খেলবে ভারতীয় দল, তা এখনও ঠিক হয়নি। এই ম্যাচটি মুম্বই বা কলকাতায় অনুষ্ঠিত হতে পারে। এরই মধ্যে ভারতীয় দলের শীর্ষ তিন খেলোয়াড় অর্থাৎ অধিনায়ক রোহিত শর্মা, প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি ও ওপেনার শুভমান গিলের মধ্যে নতুন লড়াই শুরু হয়েছে।

২০২৩ সালে ভারতের হয়ে ওয়ানডেতে সবচেয়ে বেশি রান করেছেন শুভমান গিল। ওয়ানডেতে এখনও পর্যন্ত ১৪২৬ রান করেছেন তিনি। দ্বিতীয় স্থানে রয়েছেন অধিনায়ক রোহিত শর্মা, যিনি ১০৬০ রান করেছেন। এরপর ১০৫৪ রান করে বিরাট কোহলি তৃতীয় স্থানে রয়েছেন। এ বছর মাত্র চারজন ব্যাটসম্যান আছেন, যারা ওয়ানডেতে এক হাজারের বেশি রান করতে পেরেছেন। এদের মধ্যে তিনজন ভারত থেকে। শ্রীলঙ্কার নিসাঙ্কা আরেক ব্যাটসম্যান, যার নামে রয়েছে ১১০৮ রান।

   

শুভমান এই বছর ২৫ টি ম্যাচ খেলেছেন, রোহিত শর্মা এবং বিরাট কোহলি ২৩ টি ম্যাচ খেলেছেন। গড়ের নিরিখে এক নম্বরে রয়েছেন বিরাট কোহলি। কোহলির গড় ৬৫.৮৮ এবং শুভমান গিলের গড় ৬৪.৮২। একই সময়ে রোহিত শর্মার গড় ৫৩.০০। অর্থাৎ প্রত্যেকের গড় ৫০-এর বেশি।

এদিকে, বিশ্বকাপের দুটি লিগ ম্যাচ এবং সেমিফাইনাল বাকি রয়েছে ভারতের। যেহেতু এই তিনজনের মধ্যে বিশাল রানের ব্যবধান রয়েছে, তাই হয়তো বিশ্বকাপ শেষ হওয়ার পরেই জানা যাবে এই বছর ভারত ও গোটা বিশ্বের হয়ে কে সবচেয়ে বেশি রান করেছেন। বিশেষ বিষয় হলো, ভারতের এই তিন ক্রিকেটার বর্তমানে আইসিসি ওয়ানডে ক্রম তালিকার শীর্ষ দশে রয়েছেন। শুধু তাই নয়, বাবর আজমকে কঠিন চ্যালেঞ্জও দিচ্ছেন শুভমান গিল।