Indian football streaming app: চলতি নভেম্বরের শেষেই শুরু হতে চলেছে আইলিগের নতুন মরসুম। সেইমতো প্রস্তুতি শুরু করে দিয়েছে প্রত্যেকটি ফুটবল ক্লাব। গতবছর দেশের এই দ্বিতীয় ডিভিশন লিগ জিতেই আইএসএল খেলার ছাড়পত্র পেয়ে গিয়েছে কলকাতা ময়দানের তৃতীয় প্রধান তথা মহামেডান স্পোর্টিং ক্লাব। যা নিঃসন্দেহে খুশি করেছিল বাংলার ফুটবলপ্রেমীদের। এবার এই ফুটবল লিগ জিতেই আইএসএলে আসার ছাড়পত্র পাওয়ার লক্ষ্য থাকবে টুর্নামেন্টের বর্তমান ক্লাব গুলির। সেইমতো নিজেদের ঘর গুছিয়ে অনুশীলন শুরু করেছে সকলে।
তবে শুধুমাত্র আইলিগ নয়। দেশের এই দ্বিতীয় ডিভিশন লিগের পাশাপাশি ইন্ডিয়ান ওমেন্স লিগ এবং সন্তোষ ট্রফির মতো ফুটবল টুর্নামেন্টের দিকে ও নজর থাকবে দেশের আপামর ফুটবলপ্রেমী মানুষদের। উল্লেখ্য, গত সিজনে মহিলা ফুটবল লিগে দুরন্ত পারফরম্যান্স করলেও শেষ পর্যন্ত সেই ধারা বজায় রাখা সম্ভব হয়নি ইমামি ইস্টবেঙ্গলের মহিলা দলের। তবে সেইসব এখন অতীত। আসন্ন সিজনের কথা মাথায় রেখে দলের মধ্যে একাধিক পরিবর্তন এনেছে লাল-হলুদ। জাতীয় দলের একাধিক ফুটবলারদের সংযুক্ত করার পাশাপাশি কোচ এবং সাপোর্টিং স্টাফ নির্বাচনে ও চমক রেখেছে ময়দানের এই প্রধান।
এছাড়াও দক্ষিণের বেশকিছু ফুটবল ক্লাবের দিকে এবার ও নজর থাকবে সকলের। বলতে গেলে সময় যত এগোচ্ছে ততই জনপ্রিয় হয়ে উঠেছে মহিলা দলের এই ফুটবল লিগ। সেইসাথেই রয়েছে সন্তোষ ট্রফির মতো ঐতিহ্যবাহী টুর্নামেন্ট। একটা সময় এই ফুটবল টুর্নামেন্টে বাংলা দলের একছত্র দাপট থাকলেও সময়ের সাথে সাথে কার্যত ফিকে হয়ে গিয়েছে সেই ইতিহাস। উল্লেখ্য, সন্তোষ ট্রফির শেষ কয়েকটি সিজনে যথেষ্ট হতাশাজনক পারফরম্যান্স থেকেছে বাংলা দলের। এই পরিস্থিতিতে গত মাসেই সঞ্জয় সেনের হাতে তুলে দেওয়া হয়েছে দলের দায়িত্ব। এই আইলিগ জয়ী কোচের হাত ধরেই এবার ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর বাংলা দল।
কিন্তু কোথায় সম্প্রচারিত হবে এই সমস্ত ফুটবল টুর্নামেন্ট? গত কয়েক মাস ধরেই সেই নিয়ে উঠতে শুরু করেছিল একাধিক প্রশ্ন। পূর্বে আইলিগ প্রসঙ্গে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের একটি বিশেষ বৈঠক আয়োজিত হলেও সেখানে ‘সোনি স্পোর্টস’ এর নাম উঠে আসতে শুরু করেছিল ব্যাপকভাবে। সেই নিয়েই এবার উঠে আসলো নয়া তথ্য। বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে, সব ঠিকঠাক থাকলে এই বছর ” সোনি স্পোর্টস” এ সম্প্রচারিত হবে আইলিগের সকল ম্যাচ। তবে সেখানেই শেষ নয়।
এই নয়া সিজনে দেশের অন্যান্য ফুটবল টুর্নামেন্ট তথা ইন্ডিয়ান ওমেন্স লিগ এবং সন্তোষ ট্রফিকে ও গুরুত্ব দিচ্ছে এআইএফএফ। সেই অনুযায়ী এবার বাজারে আসতে চলেছে একটি নতুন অ্যাপ। যার মধ্য দিয়ে এবারের আইলিগের পাশাপাশি ওমেন্স লিগ এবং সন্তোষ ট্রফির সমস্ত ম্যাচের দিকে নজর রাখতে পারবেন সকলে। যা নিঃসন্দেহে বিড়াট বড় পাওনা সকলের কাছে।