Bangladesh Cricket: জিম্বাবোয়ে সিরিজে বাংলাদেশ দলে যুক্ত হল নতুন অ্যানালিস্ট

মোত্তাকিন মুন, ঢাকা: রবিবার এক অনুষ্ঠানে বাংলাদেশের ক্রিকেট (Bangladesh Cricket) পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস জাতীয় ক্রিকেট দলের নতুন অ্যানালিস্ট নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন। গত…

New Analyst Mohsin Sheikh Joins Bangladesh Cricket Team

মোত্তাকিন মুন, ঢাকা: রবিবার এক অনুষ্ঠানে বাংলাদেশের ক্রিকেট (Bangladesh Cricket) পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস জাতীয় ক্রিকেট দলের নতুন অ্যানালিস্ট নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন। গত বছর বাংলাদেশের হয়ে নিউজিল্যান্ড সফরে সাময়িক চুক্তিতে কাজ করার পর এবার পূর্ণাঙ্গ মেয়াদে বাংলাদেশ দলের পারফরম্যান্স অ্যানালিস্টের দায়িত্ব পেলেন মহসিন শেখ (Mohsin Sheikh)।

জানা গেছে, আগামী ১ মে থেকে দুই বছরের জন্য মানে ২০২৬ সালের ৩০ এপ্রিল পর্যন্ত মহসিনের সঙ্গে চুক্তি করবে বিসিবি। চুক্তির আনুষ্ঠানিকতা সারতে কয়েকদিনের মধ্যে ঢাকায় পৌছানোর কথা পাকিস্তানি বংশোদ্ভুত অস্ট্রেলিয়ান মহসিন শেখের।

২০০৩-০৪ মৌসুমে পাকিস্তানের ন্যাশনাল হাই পারফরম্যান্স সেন্টারে বয়সভিত্তিক দলের সঙ্গে কাজ করেছেন মহসিন। এর বাইরে বিগ ব্যাশ, আইপিএলের দলেও কাজ করেছেন তিনি। বাংলাদেশের আগে সবশেষ আফগানিস্তান জাতীয় দলের অ্যানালিস্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এই অস্ট্রেলিয়ান।

Advertisements

মহসিনের সঙ্গে চুক্তির বিষয় নিয়ে জালাল ইউনুস বলেছেন, ‘মহসিনকে নিয়ে আমরা ইতিবাচক ছিলাম। এর আগেও আমাদের সঙ্গে কাজ করেছে। তাকে নিয়ে ভালো ফিডব্যাক দিয়েছে ক্রিকেটার, কোচিং স্টাফরা। আমরা তাই চেয়েছি তাকে রেখে দিতে। দুই বছরের জন্য তার সঙ্গে চুক্তি করা হয়েছে। জিম্বাবুয়ে সিরিজেই কাজ শুরু করবে।’

আগামী রবিবার জিম্বাবুয়ে দলকে স্বাগতম জানাবে বাংলাদেশ। এই সফরে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে দুই দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামী ৩ মে শুরু হবে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের প্রথম তিন ম্যাচ চট্টগ্রামে, শেষ দুটি হবে ঢাকার মিরপুরে।