গত সিজন থেকেই সাফল্যের মধ্যে রয়েছে নর্থইস্ট ইউনাইটেড। গতবার মোহনবাগান দলকে পরাজিত করে প্রথম ডুরান্ড ঘরে তুলেছিল এই ফুটবল ক্লাব। যা নিঃসন্দেহে বড়সড় চমক ছিল সকলের কাছে। পরবর্তীতে দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএলে ও জয়ের ধারা অব্যাহত রেখেছিল বেনালির ছেলেরা। অনায়াসেই তাঁরা পরাজিত করেছিল কলকাতা ময়দানের তৃতীয় প্রধান তথা মহামেডান স্পোর্টিং ক্লাবকে। যা ব্যাপক আত্মবিশ্বাসী করে তুলেছিল দলকে।তারপর সময় সাথে ও বজায় ছিল সেই ছন্দ। যারফলে টুর্নামেন্টের প্রথম ছয়ের মধ্যে স্থান করে নিতে খুব একটা সমস্যা হয়নি তাঁদের পক্ষে। বেশ কয়েকটি ম্যাচে আটকে যেতে হলেও সেখান থেকে অনায়াসেই ঘুরে দাঁড়িয়েছিল দল।
Also Read | ভারতীয় ফুটবলের অচলাবস্থা নিয়ে কী বললেন দেবব্রত সরকার?
যারফলে একটা সময় হুয়ান পেদ্রো বেনালির হাত ধরেই একটা সময় আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখতে শুরু করেছিল সমর্থকরা। শেষ পর্যন্ত জামশেদপুর এফসির কাছে পরাজিত হয়ে ছিটকে যেতে হয়েছিল আইএসএল থেকে। কিন্তু খেলোয়াড়দের নিয়ে খুশি ছিলেন কোচ। পরবর্তীতে সুপার কাপে ভালো খেললে ফের বাঁধা হয়ে দাঁড়িয়েছিল সেই জামশেদপুর। তাঁদের কাছে হেরেই সেবার ছিটকে যেতে হয়েছিল টুর্নামেন্ট থেকে। সেই বিপর্যয় ভুলে নতুন মরসুমের জন্য খেলোয়াড় চূড়ান্ত করার কাজ অনেক আগেই শুরু করেছিল ম্যানেজমেন্ট। এক্ষেত্রে নয়া ফুটবলার চূড়ান্ত করার পাশাপাশি বেশকিছু ফুটবলারকে রিলিজ করার কথা উঠে এসেছিল বিভিন্ন মাধ্যমের তরফে।
Also Read | প্রেসিডেন্ট কাপ পেয়ে উচ্ছ্বসিত রিডিম টালাং, কী বললেন এই উইঙ্গার?
যার মধ্যে ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছিল নেস্টর আলবিয়াচের নাম। শোনা যাচ্ছিল নতুন সিজনে আর তাঁকে রাখতে আগ্ৰহী নয় জন আব্রাহামের ফুটবল ক্লাব। সেই মতো গত কয়েক মাস আগেই তাঁর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা জানিয়ে দিয়েছিল পাহাড়ের এই ক্লাব। তারপর থেকেই এই ফুটবলারের দিকে নজর ছিল আইএসএলের একাধিক দলের। তবে শেষ পর্যন্ত তাঁকে দলে টানতে পারেনি কোনও ক্লাব। ভারত ছেড়ে চলে যান থাইল্যান্ডের প্রথম ডিভিশনের ফুটবল ক্লাব আয়ুথায়া ইউনাইটেডে। একটি মরসুমের জন্য তাঁকে দলে সই করায় ম্যানেজমেন্ট। জানা গিয়েছিল, পারফরম্যান্সের পরিপ্রেক্ষিতে সেটি বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারে ম্যানেজমেন্ট।
সেই কথা মাথায় রেখেই থাই লিগের প্রথম ম্যাচ থেকেই নিজেকে মেলে ধরতে বদ্ধপরিকর স্প্যানিশ এই স্প্যানিশ স্ট্রাইকার। ইতিমধ্যেই সেই দলের জার্সিতে সেকেন্ড স্ট্রাইকার হিসেবে খেলে ফেলেছেন দুইটি ম্যাচ। যার মধ্যে চোখ ধাঁধানো স্কিলের পাশাপাশি একটি অ্যাসিস্ট ও রয়েছে এই স্প্যানিশের। এবার নিজের পুরনো ছন্দ বজায় রাখাই অন্যতম লক্ষ্য নর্থইস্টের এই প্রাক্তন তারকার।