গত মরশুম শেষ হওয়ার পর থেকেই ঘর গোছানোর কাজে হাত দিয়েছিল মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। আইলিগের সীমানা টপকে এবার আইএসএল খেলতে নামবে দল। সেজন্য, দল গঠনের ক্ষেত্রে অনেকটাই বাড়ানো হয়েছে বাজেট। আইলিগের পাশাপাশি আইএসএল থেকে ও বেশকিছু ফুটবলারদের দলে টানতে চলেছে এই ফুটবল দল।
বর্তমানে যাদের অধিকাংশের সঙ্গেই চুক্তি সম্পন্ন করেছে ব্ল্যাক প্যান্থার্স। মনে করা হচ্ছে আগামী কয়েকদিনের মধ্যেই নিজেদের নয়া ফুটবলারদের নাম ঘোষণা করবে মহামেডান। পাশাপাশি বেশকিছু সপ্তাহে পু্রনো বেশকিছু ফুটবলারদের বিদায় জানিয়েছে দল।
আসলে দেশের এই প্রথম সারির টুর্নামেন্টের কথা মাথায় রেখে নিজেদের অন্যতম শক্তিশালী দল নামানোই একমাত্র লক্ষ্য রেড রোডের এই ক্লাবের। এবার ও কোচ আন্দ্রে চেরনিশভের নির্দেশ মেনেই খেলোয়াড় চূড়ান্ত করেছে ম্যানেজমেন্ট। এবার তাদের নজর গিয়ে পড়েছে নেরোকা এফসির তরুণ ফুটবলার তাংভা রাগুইয়ের দিকে।
আগের বছর নেরোকা এফসির জার্সিতে বেশকিছু ম্যাচ খেলেছিলেন এই মিডফিল্ডার। একটি গোল করার পাশাপাশি দুইটি অ্যাসিস্ট ও ছিল তার ঝুলিতে। আসন্ন ফুটবল মরশুমের জন্য এবার তাকেই চূড়ান্ত করার পথে কলকাতার এই প্রধান দল। যা নিঃসন্দেহে অনেকটাই শক্তিশালী করতে পারে মহামেডানের রিজার্ভ বেঞ্চকে।
এছাড়াও গত কয়েক সপ্তাহে সজল বাগ থেকে শুরু করে আরো একাধিক ফুটবলারদের দলে টেনেছে মহামেডান স্পোর্টিং ক্লাব। মূলত প্রিমিয়ার ডিভিশন লিগের জন্য তাকে দলে আনা হলেও পারফরম্যান্সের ভিত্তিতে এই ফুটবলারকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ম্যানেজমেন্ট।