কলকাতার ক্রোমা মাঠে নামতেই ৪ গোল

এখনও দরকার পড়লে ডাক পড়ে আন্সুমানা ক্রোমার। আরও একবার তাকে আই লীগে খেলতে দেখা যাবে। মরসুম শুরু হয়ে যাওয়ার পর দল পেলেন তিনি।     বড়…

NEROCA FC Strikes

short-samachar

এখনও দরকার পড়লে ডাক পড়ে আন্সুমানা ক্রোমার। আরও একবার তাকে আই লীগে খেলতে দেখা যাবে। মরসুম শুরু হয়ে যাওয়ার পর দল পেলেন তিনি।

   

বড় ক্লাবের হয়ে খেলে কলকাতায় এক সময় খুব নামডাক করেছিলেন আন্সুমানা ক্রোমা। কলকাতার প্রধান ক্লাবগুলোর হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। এছাড়াও দেশের একাধিক অখ্যাত ক্লাবের হয়ে খেলেছেন ধারাবাহিকভাবে। এবারের মরসুম শুরু হওয়ার আগে বদোল্যান্ড এফসির হয়ে খেলেছিলেন ডুরান্ড কাপ। এবার তাকে দেখা যাবে আই লীগে।

বড়োল্যান্ড এফসি থেকে নেরোকা ফুটবল ক্লাবে যোগ দিয়েছেন আন্সুমানা ক্রোমা। ক্লাবের হয়ে ইতিমধ্যে খেলেছেন ম্যাচ। ক্রোমা মাঠে নেমেই প্রভাব রাখতে পেরেছেন।

নেরোকা ফুটবল ক্লাবের সম্প্রতিতম ম্যাচে খেলেছিলেন আন্সুমানা ক্রোমা। এই ম্যাচে চার গোল করেছে নেরোকা। ২৭ নভেম্বর দিল্লি ফুটবল ক্লাবের সঙ্গে ম্যাচ ৪-৩ গোলে জিতেছে নেরোকা। ক্রোমা নিজে গোল না করলেও দলের খেলায় নিজের ছাপ রাখতে পেরেছেন। বর্তমানে তেরো দলের আই লীগ ক্রম তালিকায় আট নম্বরে রয়েছে নেরোকা ফুটবল ক্লাব।