ইন্টার কাশীর এই ফুটবলারকে দলে টানল নেরোকা

বর্তমানে উইন্টার ট্রান্সফার উইন্ডোকে (Winter Transfer) কেন্দ্র করে সরগরম ভারতীয় ফুটবল। বছরের প্রথম দিন থেকেই ফের জমজমাট হয়ে উঠেছে দলবদলের বাজার। গত কয়েক সপ্তাহের মধ্যেই…

Jackichand Singh

বর্তমানে উইন্টার ট্রান্সফার উইন্ডোকে (Winter Transfer) কেন্দ্র করে সরগরম ভারতীয় ফুটবল। বছরের প্রথম দিন থেকেই ফের জমজমাট হয়ে উঠেছে দলবদলের বাজার। গত কয়েক সপ্তাহের মধ্যেই দল বদল করেছেন একাধিক হাইপ্রোফাইল ফুটবলার। যা নিঃসন্দেহে বড়সড় চমক সকলের কাছে। তবে শুধুমাত্র বিদেশি ফুটবলার নয়, দল বদল করেছেন একাধিক ভারতীয় তারকা। এই সমস্ত পরিবর্তনের মধ্য দিয়েই চলতি সিজনে নিজেদের ভুল ত্রুটি শুধরে নিয়ে সাফল্য পাওয়ার লক্ষ্য থাকবে ক্লাবগুলির। এক্ষেত্রে আইএসএলের থেকে খুব একটা পিছিয়ে নেই আইলিগের ক্লাব গুলি।

দেশের এই দ্বিতীয় ডিভিশন লিগের একাধিক হাইপ্রোফাইল দলের পাশাপাশি এবার ব্যাপকভাবে উঠে আসছে শুরু করেছে নেরোকা এফসির (Neroca FC) নাম। চলতি মরসুমের শুরু থেকেই দ্বিতীয় ডিভিশন আই লিগে ভালো পারফরম্যান্স করার লক্ষ্য মনিপুরের এই ফুটবল ক্লাবের। এক্ষেত্রে প্রধান চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে কিবু ভিকুনার ডায়মন্ড হারবার এফসি থেকে শুরু করে স্পোটিং ক্লাব গোয়া এবং ইউনাইটেড স্পোর্টসের মত দল। তাই সবদিক মাথায় রেখেই লড়াই করতে চাইছে ইম্ফলের এই ফুটবল ক্লাব। এক্ষেত্রে তাদের নজর গিয়ে পড়েছিল জ্যাকিচাঁদ সিংয়ের দিকে।

   

প্রথম ডিভিশন আই লিগের ক্লাব ইন্টার কাশীর হয়ে একাধিক ম্যাচ খেলেছিলেন এই ভারতীয় উইঙ্গার। মোট নয়টি ম্যাচ খেলে মাত্র দুটি গোল করেছিলেন এই ভারতীয় ফুটবলার। সেই নিয়ে খুব একটা খুশি ছিল না ম্যানেজমেন্ট। তাই উইন্টার ট্রান্সফার উইন্ডোতে জ্যাকিচাঁদ সিংকে ছাড়ার পরিকল্পনা ছিল বারাণসীর এই ফুটবল ক্লাবের। সেই মতো পরবর্তীতে তার সাথে কথাবার্তাই হতে শুরু করেছিল নেরোকা। অবশেষে বাকি মরসুমের জন্য তাঁকে দলে টেনে নিল এই ফুটবল ক্লাব।

Advertisements

গতবারের হতাশাজনক পারফরমেন্সের পর এই দ্বিতীয় ডিভিশন আই লিগে আদৌ কতটা সাফল্য পায় এই ফুটবল ক্লাব এখন সেদিকেই নজর থাকবে সকলের। তবে লড়াইটা যে খুব একটা সহজ হবে না সেটা বলাই চলে।