বসুন্ধরা বধের পর লক্ষ্য নেজমেহ এসসি, নতুন অঙ্ক অস্কারের!

চলতি মরশুমে শুরুর থেকেই একের পর এক ব্যর্থতার মুখে পড়েছে ইস্টবেঙ্গলকে (East Bengal FC)। ডুরান্ড কাপ, এএসফি চ্যাম্পিয়ন্স লিগে যোগ্যতা অর্জন থেকে শুরু করে ইন্ডিয়ান…

Nejmeh FC Targeting East Bengal After Bashundhara Slaughter Coach Oscar Bruzon

short-samachar

চলতি মরশুমে শুরুর থেকেই একের পর এক ব্যর্থতার মুখে পড়েছে ইস্টবেঙ্গলকে (East Bengal FC)। ডুরান্ড কাপ, এএসফি চ্যাম্পিয়ন্স লিগে যোগ্যতা অর্জন থেকে শুরু করে ইন্ডিয়ান সুপার লিগে টানা ছয়টি ম্যাচে পরাজয়ের ধাক্কা সামলাতে হয়েছে লাল-হলুদ ব্রিগেডকে। তবে এএফসি চ্যালেঞ্জ লিগে (AFC Challenge League0 ঘুরে দাঁড়ানোর সংকল্প নিয়ে ভুটানে অভিযান শুরু করেছিল করেছিল ময়দানের এই প্রধান। সেখানেই দ্বিতীয় ম্যাচে শক্তিশালী বসুন্ধরাকে (Bashundhara Kings) হারিয়ে উজ্জ্বীবিত হয়েছে লাল-হলুদ শিবির। তাঁদের পরবর্তী টার্গেট লেবাননের ক্লাব নেজমেহ এসসি (Nejmeh SC)।

   

Also Read | লেবাননের এই দাপুটে মিডফিল্ডার চিন্তায় রাখবে লাল-হলুদকে 

এএফসি চ্যালেঞ্জ লিগে গ্ৰুপ পর্যায়ের প্রথম ম্যাচে পারো এফসির বিরুদ্ধে ১-১ গোলে ড্র করেছিল অস্কার ব্রুজোর দল। লিগে নিজেদের অবস্থান শক্তিশালী করতে একটা জয়ের সন্ধানে ছিল মশাল বাহিনী। সেই জয়ের খোঁজে নেমেই গতকাল গ্ৰুপের দ্বিতীয় ম্যাচে একাধিক চমক দেখিয়েছে কলকাতার এই দল। ৪-০ গোলে বাংলাদেশের বসুন্ধরা কিংসকে পরাজিত করে পরবর্তী রাউন্ডের জন্য নিজেদের জায়গা কার্যত নিশ্চিত করেছে ক্লেন্টন সিলভারা।

Also Read | অনুশীলনে অনুপস্থিত হেক্টর, নাজমেহ ম্যাচ খেলা নিয়ে ধোঁয়াশা

এবার গ্ৰুপ পর্যায়ের শেষ ম্যাচে তাঁদের প্রতিপক্ষ লেবাননের ক্লাব নেজমেহ এফসি। এই ম্যাচ জিতলেই ইস্টবেঙ্গল সোজা প্রবেশ করবে এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালে। তবে তাঁর আগে বাধা হয়ে দাঁড়িয়েছে স্প্যানিশ ডিফেন্ডার হেক্টর ইউস্তের ইনজুরি। বসুন্ধরার বিরুদ্ধে মাঝপথেই চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল তাঁকে। আগামী ১লা নভেম্বরে নেজমেহ এফসির বিপক্ষে আদৌ খেলতে পারবেন কিনা তা পুরোটাই নির্ভর করছে ‘এমআরআই’ রিপোর্টের ভিত্তিতে।

এদিন হেক্টরকে ছাড়াই অনুশীলনে নামে গোটা দল। তবে আগামী ম্যাচে জয়ে পেয়ে জয়ের সারণিতে ফিরতে চাইছে সৌভিক, আনোয়াররা। তাই জয়ের লক্ষ্যেই নেজমেহের বিরুদ্ধে একাদশ সাজাতে চাইবেন ইস্টবেঙ্গলের নবনিযুক্ত কোচ।