HomeSports Newsবিশ্ব চ্যাম্পিয়নের সাম্রাজ্য অটুট রেখে ওস্ত্রাভা গোল্ডেন স্পাইক সোনা জয় নীরজের

বিশ্ব চ্যাম্পিয়নের সাম্রাজ্য অটুট রেখে ওস্ত্রাভা গোল্ডেন স্পাইক সোনা জয় নীরজের

- Advertisement -

ভারতের গর্ব নীরজ চোপড়া (Neeraj Chopra) আবারও প্রমাণ করলেন কেন তিনি জ্যাভেলিন থ্রোর ‘রাজা’। ৬৪তম ওস্ত্রাভা গোল্ডেন স্পাইক ২০২৫ পুরুষদের জ্যাভেলিন ইভেন্টে দুর্দান্ত পারফরম্যান্স করে ৮৫.২৯ মিটার থ্রো করে প্রথম স্থান অধিকার করেন তিনি। এটি ছিল বিশ্ব অ্যাথলেটিক্স কনটিনেন্টাল ট্যুরের একটি গোল্ড লেভেল ইভেন্ট। এই প্রতিযোগিতায় জয় পেয়ে তিনি আরও একবার তাঁর আধিপত্যের প্রমাণ দিলেন।

প্রথম রাউন্ডে একটি ফাউল থ্রো দিয়ে প্রতিযোগিতা শুরু করেন নীরজ। যদিও শুরুটা কিছুটা দোদুল্যমান ছিল, তবুও তাঁর দৃঢ় মানসিকতা ও অভিজ্ঞতা তাঁকে দ্রুত ফিরে আসতে সাহায্য করে। দ্বিতীয় রাউন্ডে ৮৩.৪৫ মিটার থ্রো করে তিনি তৃতীয় স্থানে উঠে আসেন। সেই সময় দক্ষিণ আফ্রিকার দাউ স্মিথ ৮৪.১২ মিটার থ্রো করে শীর্ষে ছিলেন এবং গ্রেনাডার আন্দারসন পিটার্স ৮৩.৬৩ মিটার থ্রো করে দ্বিতীয় স্থানে ছিলেন।

   

তৃতীয় রাউন্ডে চমক দেখান নীরজ। ৮৫.২৯ মিটার দুর্দান্ত থ্রো করে তিনি প্রথম স্থানে উঠে আসেন এবং এই থ্রোই তাঁকে শেষ পর্যন্ত জয় এনে দেয়। এরপর চতুর্থ রাউন্ডে ৮২.১৭ মিটার ও পঞ্চম রাউন্ডে ৮১.০১ মিটার থ্রো করেন তিনি, যা যদিও তাঁর সেরা ছিল না, কিন্তু প্রতিযোগিতায় শীর্ষে থাকতে যথেষ্ট ছিল।

শেষ রাউন্ডে দাউ স্মিথ ৮১.৯০ মিটার থ্রো করেন, যা তাঁকে দ্বিতীয় স্থানেই রাখে। আন্দারসন পিটার্স শেষ রাউন্ডে ৮১.৫৩ মিটার থ্রো করে তৃতীয় স্থান নিশ্চিত করেন। নীরজ তাঁর শেষ থ্রোতে আবার একটি ফাউল করলেও তৃতীয় রাউন্ডের অসাধারণ থ্রোই তাঁকে চ্যাম্পিয়ন করে তোলে।

এই জয়ের মাধ্যমে নীরজ চোপড়া তাঁর টানা দ্বিতীয় প্রতিযোগিতা জয় করলেন। এর আগে তিনি প্যারিস ডায়মন্ড লিগ ২০২৫-এও প্রথম হয়েছিলেন। বিশ্ব চ্যাম্পিয়নের এই ধারাবাহিকতা অলিম্পিকের পূর্বে ভারতীয় ক্রীড়াপ্রেমীদের আশার আলো দেখাচ্ছে।

নীরজ চোপড়ার এই জয় শুধুমাত্র ব্যক্তিগত অর্জন নয়, বরং এটি গোটা দেশের জন্য গর্বের বিষয়। তাঁর সফলতা নতুন প্রজন্মের ক্রীড়াবিদদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। ভারতের ক্রীড়াক্ষেত্রে এমন পারফরম্যান্স আগামীতেও দেখতে পাওয়ার আশায় দেশবাসী তাঁর দিকে তাকিয়ে আছে।

- Advertisement -
Subhasish Ghosh
Subhasish Ghoshhttps://kolkata24x7.in/author/sports-news-desk
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক। ২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular