অলিম্পিক অতীত, চোট নিয়েও এবার ডায়মন্ড লীগের ফাইনালে নীরজ চোপড়া

সম্প্রতি দেশের হয়ে পরপর দুবার অলিম্পিকে পদক জিতে বিশ্বরেকর্ড করেছেন তিনি। এবারে প্যারিস অলিম্পিক্সে রুপো জেতার পর ডায়মণ্ড লীগের ফাইনালে প্রবেশ করলেন ‘গোল্ডেন আর্ম অফ…

Neeraj Chopra Advances to Diamond League Final After Olympic Success

সম্প্রতি দেশের হয়ে পরপর দুবার অলিম্পিকে পদক জিতে বিশ্বরেকর্ড করেছেন তিনি। এবারে প্যারিস অলিম্পিক্সে রুপো জেতার পর ডায়মণ্ড লীগের ফাইনালে প্রবেশ করলেন ‘গোল্ডেন আর্ম অফ ইন্ডিয়া’ নামে পরিচিত নীরজ চোপড়া (Neeraj Chopra)। প্যারিস অলিম্পিক্সে তিনি চোট নিয়ে খেলতে নামেন। তবে প্যারিসে চোট নিয়ে খেলতে নামলেও নিজের সেরাটা দিতে পারেনি হরিয়ানার এই বাসিন্দা। তবে এদিন লুসেনে ৮৯.৪৯ মিটার জ্যাভলিন ছুঁড়ে ব্যক্তিগতভাবে নিজের আগের রেকর্ড ভেঙে দেন ভারতের সোনার ছেলে। এছাড়াও এদিন যুগ্মভাবে তৃতীয় হন তিনি।

মাত্র ৭০ বলে হাফ সেঞ্চুরি, জাতীয় দলে ফিরতে দলীপকেই পাখির চোখ পাড়িক্কলের

   

ব্রাসেলসে অনুষ্ঠিত ডায়মন্ড লিগে এদিন নীরজের সাথে প্রতিযোগিতায় নামেন জার্মানির জুলিয়ান ওয়েবার, গ্রানাদার অ্যান্ডারসন পিটার্স এবংজ্যাকুব ভাদলেচ। তবে এদিন ডায়মন্ড লিগে (Diamond League) লুসেনে ৮৯.৪৯ মিটার দূরে জ্যাভেলিন ছুঁড়ে ১৫ পয়েন্ট পেয়েছেন তিনি। এদিন তাঁর সঙ্গে তৃতীয় স্থানে শেষ করেন জার্মানির জুলিয়ান ওয়েবার। ২১ পয়েন্ট নিয়ে প্রথম স্থানে শেষ করেন গ্রানাদার অ্যান্ডারসন পিটার্স। এছাড়াও দ্বিতীয় স্থানে শেষ করেন চেক প্রজাতন্ত্রের জ্যাকুব ভাদলেচ।

Jessica Pegula: জিতলেই হাতের মুঠোয় ইউএস ওপেন, পেগুলার সামনে শুধু সাবালেঙ্কা

প্রসঙ্গত উল্লেখ্য যে প্যারিস অলিম্পিক্সের পর নীরজ চোপড়া (Neeraj Chopra) চোট নিয়ে জানিয়েছিলেন তাঁর অস্ত্রোপচারের দরকার রয়েছে। তিনি এখনো পুরোপুরি সুস্থ হননি। তবে তিনি তাঁর ফর্ম ধরে রেখেছেন। এছাড়াও বিগত কিছু প্রতিযোগিতায় নিজেকে প্রায় অপ্রতিরোধ্য করে তুলেছিলেন নীরজ। তাই তাঁকে আটকানো বেশ কঠিন বিপক্ষের কাছে। তবে প্যারিস অলিম্পিক্সের পর নীরজ চোপড়া ভারতে ফেরেননি। তিনি ডায়মন্ড লিগ (Diamond League) খেলতে সুইৎজ়ারল্যান্ডে চলে যান। মনে করা হচ্ছে ডায়মন্ড লিগের পর তিনি অস্ত্রোপচার করাতে পারেন।