Indian Football: সুনীলদের জন্য বিরাট অঙ্কের অর্থ বরাদ্দ করলেন নবীন পট্টনায়েক

Naveen Patnaik Indian Football Team

দিনকয়েক আগেই করমন্ডল ট্রেন দুর্ঘটনার সাক্ষী থেকেছে ওডিশা। যার ভয়াবহতা নাড়িয়ে দিয়েছে গোটা দেশ কে। সেই সময় বিরাট সক্রিয়তার সঙ্গে কাজ করে সকলের মন জিতে নিয়েছিলেন ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। তবে শুধু নিজের রাজ্যেই নয়, মার্জিত ব্যবহারের পাশাপাশি বেশকিছু যুগান্তকারী সিদ্ধান্তের দরুন বারংবার সকলের প্রশংসা কুড়িয়ে ছিলেন তিনি। এবার ভারতীয় দলের (Indian Football Team) ইন্টারকন্টিনেন্টাল কাপ জেতার পরে বিরাট আর্থিক পুরস্কার ঘোষণা করলেন নবীন পট্টনায়েক।

গতকাল ইন্টারকন্টিনেন্টাল কাপ ফাইনালে ২-০ গোলে লেবানন কে পরাজিত করেছে ব্লু টাইগার্স। সুনীল ছেত্রীর পরিচিত ভঙ্গির পাশাপাশি ছাংতে, মহেশ, শুভাশিষ ও নন্দকুমারের খেলায় মুগ্ধ আপামর ফুটবলপ্রেমী মানুষ। গতকাল সুনীল ছেত্রী ও লালরিনজুয়েলা ছাংতের গোলেই জয় পেয়েছে ভারতীয় ফুটবল দল। তবে সেই দুটি গোলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আরও দুই তারকা তথা নাওরেম মহেশ সিং ও শুভাশিষ। যাদের নিয়ে বর্তমানে প্রশংসায় পঞ্চমুখ সকলে। তবে ফিফা তালিকায় কিছুটা পিছিয়ে থাকা ভানুয়াতু ও মঙ্গোলিয়া্য মতো দেশ কে হারিয়ে পরবর্তীতে লেবাননের মতো কঠিন প্রতিপক্ষ কে হারানো খুব একটা বড় সাফল্য না হলেও আসন্ন এএফসি এশিয়ান কাপের আগে দল যে বাড়তি অক্সিজেন পেল তা বলাই চলে।

   

তবে ওডিশার ভুবনেশ্বরে আয়োজিত এই টুর্নামেন্ট জয়ের পর দল কে শুভেচ্ছা জানানোর পাশাপাশি এক কোটি টাকার পুরস্কার ও ঘোষণা করেন। খেলার শেষ হওয়ার পর তিনি জানান, ইন্টারকন্টিনেন্টাল কাপের মতো টুর্নামেন্ট আমাদের রাজ্যে আয়োজন করা প্রচন্ড গর্বের বিষয়। এই কঠিন প্রতিপক্ষ কে হারিয়ে জেতার জন্য দলকে অভিনন্দন। এখানে আরও একাধিক টুর্নামেন্ট আয়োজন করার পাশাপাশি খেলাধুলার উন্নয়ন ঘটানো আমাদের অন্যতম লক্ষ্য। আগামী কয়েকদিন পর অর্থাৎ এই চলতি মাসের শেষের দিকেই সাফ কাপ খেলতে নামবে ভারত। যেখানে গ্রুপ পর্বে মুখোমুখি হতে হবে নেপাল, পাকিস্তান ও কুয়েতের মতো দেশের বিরুদ্ধে। সেই টুর্নামেন্টে ও যে প্রতিপক্ষ এক বড়সড় চ্যালেঞ্জ ছুড়ে দেবে তা বলাই চলে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন