HomeSports NewsParalympic Event: ইরানের অকৃতকার্যে ভারতের রুপোর মেডেল হল সোনা

Paralympic Event: ইরানের অকৃতকার্যে ভারতের রুপোর মেডেল হল সোনা

- Advertisement -

শনিবার প্যারিস ২০২৪ প্যারালিম্পিক্সে (Paralympic Event) পুরুষদের জ্যাভলিন থ্রো এফ৪১ ইভেন্টে রুপো জিতেছিলেন নভদীপ সিং (Navdeep Singh)। পরেই সেটাই হয়ে যায় সোনা। শেষ পর্যন্ত রুপোর বদলে সোনার পদক অর্জন করলেন ভারতের নভদীপ সিং।

টোকিও প্যারালিম্পিক্সে চতুর্থ হয়েছিলেন নভদীপ সিং। প্যারিস প্যারালিম্পিকে ব্যক্তিগত সেরা ৪৭.৩২ মিটার ছুঁড়ে দ্বিতীয় হন। তৃতীয় চেষ্টায় থ্রো করে পদক নিশ্চিত করেছিলেন তিনি। ইরানের সাদেঘ বেত সায়াহ চূড়ান্ত রাউন্ডে ৪৭.৬৪ মিটার ছুঁড়ে নতুন প্যারালিম্পিক রেকর্ড গড়ে করে স্বর্ণপদক জিতেছিলেন। তবে কিছুক্ষণের মধ্যেই বদলে যায় ইভেন্টের ফলাফল।

   

সাদেহ বেত সায়াহর একটি ভুলের কারণে স্বর্ণপদক থেকে বঞ্চিত হয়েছেন। এমন পরিস্থিতিতে এই পদক চলে আসে নবদীপের ঝুলিতে। ইরানের অ্যাথলেট সাদেঘ বেত সায়াহকে অযোগ্য ঘোষণা করা হয়েছে। এমন পরিস্থিতিতে নভদীপের রুপো সোনার পদকে উন্নীত হয়। আসলে, সন্ত্রাসবাদী সংগঠন ও জেহাদ সংক্রান্ত পতাকা দেখানোর অপরাধে ইরানি অ্যাথলিটকে অযোগ্য ঘোষণা করা হয়েছে।

আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটির নিয়ম অনুযায়ী, প্রতিযোগিতায় অ্যাথলিটরা কোনও রাজনৈতিক কার্যকলাপ করতে পারবেন না। খেলার প্রতি অনুপযুক্ত আচরণের জন্য সায়াহকে অযোগ্য ঘোষণা করা হয়। বারবার আপত্তিকর পতাকা দেখানোর জন্য ইরানের বেইত সায়াহকে অযোগ্য ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চূড়ান্ত প্রচেষ্টায় ৪৭.৬৪ মিটার নিক্ষেপ করে একটি নতুন প্যারালিম্পিক রেকর্ড স্থাপন করেছিলেন। তবে তাঁর আপত্তিকর আচরণের কারণে পদক বাতিল করে দেওয়া হয়। সোনা লাভ করে ভারত। চলতি টুর্নামেন্টে ভারত এখনও পর্যন্ত ২৯টি পদক জিতেছে, যার মধ্যে ৭টি সোনা, ৯টি রুপো ও ১৩টি ব্রোঞ্জ পদক রয়েছে। এই ইভেন্টে রৌপ্য পদক জিতেছেন চিনের পেংজিয়াং (৪৪.৭২ মিটার)।

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular