সপ্তমীর রাতে ফুটলের মহারণ! এমবাপে, হ্যারি কেন আর কে কে খেলবেন ?

আজ সপ্তমী, প্রাণ প্রতিষ্ঠাতা হয়েছে দেবী মূর্তির। এদিন সপ্তমীর রাত জেগে মণ্ডপে মণ্ডপে ভিড় জমাবনে লাখ লাখ দর্শনার্থী। অন্যদিকে আজ রাত জেগে টিভির পর্দায় চোখ…

সপ্তমীর রাতে ফুটলের মহারণ! এমবাপে, হ্যারি কেন আর কে কে খেলবেন ?

আজ সপ্তমী, প্রাণ প্রতিষ্ঠাতা হয়েছে দেবী মূর্তির। এদিন সপ্তমীর রাত জেগে মণ্ডপে মণ্ডপে ভিড় জমাবনে লাখ লাখ দর্শনার্থী। অন্যদিকে আজ রাত জেগে টিভির পর্দায় চোখ রাখবেন হাজার-হাজার ফুটবল প্রেমী। কারণ এদিন রয়েছে বিশ্ব ফুটবলের বেশ কিছু নজর কাড়া ম্যাচ। সেখানে খেলবেন তাঁদের পছন্দের ফুটবলাররা। ইউইএফআ নেশন লিগের (UEFA Nations League) ম্যাচে মুখোমুখি হবে ইজরায়েল বনাম ফ্ৰান্স , ইংল্যান্ড বনাম গ্রিস, ইতালি বনাম বেলজিয়াম, ফিনল্যান্ড বনাম আয়ারল্যান্ড, অস্ট্রিয়া বনাম কাজাকিস্তান এছাড়াও রয়েছে আরও পাঁচটি ম্যাচ।

আরও পড়ুন : ভারতীয় ফুটবল দলকে কেন ‘ব্লু টাইগার্স’ বলা হয় জানেন ? রইল চমকপ্রদ তথ্য

ইজরায়েল বনাম ফ্ৰান্স ম্যাচটি ইজরায়েল হওয়ার কথা থাকলেও, মধ্যপ্রাচ্যে নিরাপত্তাজনিত সমস্যা কারণে ম্যাচ সরিয়ে বুদাপেস্টে নিয়ে যাওয়া হয়েছে। এই ম্যাচে আশ্চর্যজনক বিষয় ফ্রান্সের জাতীয় দল থেকে বাদ পড়েছেন কিলিয়ান এমবাপে। চোট সারিয়ে গত বুধবার মাঠে ফেরেন এমবাপে। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে পরিবর্ত ফুটবলার হিসেবে নামেন তিনি। কিন্তু ফ্রান্সের জার্সিতে ইজরায়েলের বিরুদ্ধে দেখা যাবে না তাঁকে। এমবাপেকে বিশ্রাম দেওয়ার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান ফ্ৰান্সের কোচ। ফলত ভক্তদের আশায় জল ঢালার মতো ঘটনা। সকলেই ভেবেছিলেন ২০২২ বিশ্বকাপ ফাইনালে হ্যাটট্রিক করা এই তারকা ফুটবলারকে খেলতে দেখা যাবে ইজরায়েলের বিরুদ্ধে।

আরও পড়ুন : FIFA on Mumbai City FC : স্বস্তি মুম্বাই সিটির, বড় নির্দেশ ফিফার

অন্যদিকে নজরে রয়েছে ইংল্যান্ড বনাম গ্রিস ম্যাচ। ওয়েম্বলিতে কি খেলবেন থ্রি লায়ন্সের অধিনাক হ্যারি কেন? এই নিয়ে জল্পনা শুরু হয়েছে ফুটবল বিশ্বে। বুন্দেসলিগার ম্যাচে বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে খেলতে নেমে চোটের যন্ত্রনায় মাঠ ছেড়েছিলেন তিনি। ইংল্যান্ড ক্যাম্পে আসার পর থেকে আলাদাভাবে প্রশিক্ষণ সেরেছেন তিনি। নেশনস লিগের খেলায় থাকার জন্য উপযুক্ত হয়ে উঠেছেন কিন্তু কার্সলি তার স্ট্রাইকারকে ঝুঁকি নিতে রাজি নন। তাই এদিন জন স্টোনসকে দেখা যাবে প্রথমবারের মতো দলের অধিনায়কের ভূমিকায়।

Advertisements

আরও পড়ুন : রতন টাটার প্রয়াণে শোকজ্ঞাপন সৌরভ থেকে সকল ক্রীড়াজগতের

রোমে মুখোমুখি হবে ফিফার প্রথম দশে থাকা দুই শক্তিশালী দেশ। নজরে রয়েছে ইতালি বনাম বেলজিয়ামেরে ম্যাচ। ডোমেনিকো টেডেস্কোর পরিচালনায় বেলজিয়াম, ইউরোর রাউন্ড অফ ১৬ থেকে বাদ পড়ায় সমর্থকরা হতাশ হয়েছিলেন। তবে দীর্ঘ অনুশীলনের পর ছন্দে ফিরছে বেলজিয়াম।