শেষ মরসুমে খুব একটা ভালো ফলাফল থাকেনি মুম্বই সিটি এফসির (Mumbai City FC)। প্রথম থেকেই ধাক্কা খেতে হচ্ছিল বেশ কয়েকটি ম্যাচে। যারফলে টুর্নামেন্টের প্রথম দিকে পয়েন্ট টেবিলের অনেকটাই নিচে চলে গিয়েছিল রনবীর কাপুরের এই ফুটবল দল। যারফলে প্রথম ছয়ে থাকা অনেকটাই কঠিন হয়ে উঠেছিল তাঁদের কাছে। তবে ধীরে ধীরে নিজেদের পুরনো ছন্দে ফিরে আসতে শুরু করেছিল দেশের বানিজ্য নগরীর ক্লাব। বিশেষ করে ইন্ডিয়ান সুপার লিগের দ্বিতীয় লেগে ব্যাপক ছন্দে ধরা দিয়েছিল রাহুল ভেকেরা। তারপর একের পর এক ম্যাচ জয়ের মধ্যে দিয়ে সুপার সিক্সে স্থান করে নিয়েছিল মুম্বাই।
যদিও সেটা বজায় থাকেনি পরবর্তীতে। শক্তিশালী বেঙ্গালুরু এফসির কাছে পরাজিত হয়ে ছিটকে যেতে হয়েছিল পরের ম্যাচেই। সেই হতাশা কাটিয়ে কলিঙ্গ সুপার কাপে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা থাকলেও সেটা বাস্তবায়িত হয়নি। কোয়ার্টার ফাইনাল হেরেই সিজন শেষ করেছিল মুম্বাই সিটি। তবে গতবারের সমস্ত কিছু ভুলে এবার ঘুরে দাঁড়ানোই অন্যতম লক্ষ্য সিটি গ্ৰুপের এই ফুটবল ক্লাবের। সেক্ষেত্রে এবার আমূল বদল দেখা যেতে চলেছে দলের অন্দরে। বিগত কয়েক মাসে দলের অধিকাংশ ফুটবলারদের রিলিজ করে দিয়েছে ম্যানেজমেন্ট।
বিপিন সিং থেকে শুরু করে মেহতাব সিং। এই প্রত্যেকেই ইতিমধ্যেই দল ছেড়ে যোগ দিয়েছেন অন্যত্র। এমন পরিস্থিতিতে দলের রক্ষণভাগ সামাল দেওয়ার ক্ষেত্রে দেশের একাধিক দাপুটে ফুটবলারদের দিকে নজর ছিল পেট্র ক্র্যাটকির মুম্বাই সিটির। সেক্ষেত্রে এবার ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছে নরেন্দ্র গাহলটের নাম। গত সিজন পর্যন্ত সার্জিও লোবেরার ওডিশা এফসির সঙ্গে যুক্ত ছিলেন এই ফুটবলার। গত মরসুমে জগন্নাথের রাজ্যের এই ফুটবল ক্লাবের হয়ে খেলতে নেমেছিল মাত্র চারটি ম্যাচ। তারপর আর খুব একটা সুযোগ পাননি এই তারকা।
যতদূর খবর, সব ঠিকঠাক থাকলে এই নয়া সিজনে মুম্বাই সিটি এফসির দলের হয়েই খেলতে দেখা যেতে চলেছে এই ভারতীয় ডিফেন্ডারকে। বিশেষ করে মেহেতাব সিংয়ের অনুপস্থিতিতে আরও অনেক বেশি ম্যাচ টাইম পেতে পারেন এই ফুটবলার।

আমাদের Google News এ ফলো করুন
২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।
