২৯ অগাস্ট, সারা দেশে পালিত হচ্ছে জাতীয় ক্রীড়া দিবস ( National Sports Day 2025)। প্রতিবছরের মতোই এদিন গভীর শ্রদ্ধায় স্মরণ করা হচ্ছে ভারতের কিংবদন্তি হকি খেলোয়াড় মেজর ধ্যানচাঁদকে (Major Dhyan Chand), যাঁর জন্ম হয়েছিল ১৯০৫ সালের এই দিনেই। ভারতীয় হকির স্বর্ণযুগের অন্যতম স্তম্ভ ধ্যানচাঁদ শুধুমাত্র এক ক্রীড়াবিদ নন, বরং একজন প্রেরণার প্রতীক। তাঁর জন্মদিবসকে স্মরণ করে ভারতকে ক্রীড়া উৎকর্ষ কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।
এশিয়া কাপের আগে মাথায় হাত ভারতের, অবসর বিশ্বজয়ী বোলারের
২০২৫ সালের জাতীয় ক্রীড়া দিবসের থিম হিসাবে বেছে নেওয়া হয়েছে “এক ঘণ্টা খেলার মাঠে”। কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের উদ্যোগে এবং ফিট ইন্ডিয়া মিশনের নেতৃত্বে ২৯ অগাস্ট থেকে ৩১ অগাস্ট পর্যন্ত চলবে দেশজুড়ে নানা ধরনের ক্রীড়া, ফিটনেস এবং সচেতনতামূলক কর্মসূচি। এর মূল উদ্দেশ্য, মানুষের মধ্যে দৈহিক কসরত এবং খেলাধূলার প্রতি আগ্রহ বাড়ানো।
Read More : ‘हॉकी के जादूगर’ की जयंती पर मनाया गया राष्ट्रीय खेल दिवस, प्रधानमंत्री का संदेश
জাতীয় ক্রীড়া দিবসে প্রতিবছরের মতো এবারও রাষ্ট্রপতি ভবনে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে দেশের কৃতী খেলোয়াড়দের হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন জাতীয় ক্রীড়া পুরস্কার। এর মধ্যে রয়েছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার (সাবেক রাজীব গান্ধী খেলরত্ন), অর্জুন পুরস্কার, দ্রোণাচার্য পুরস্কার (সেরা কোচদের জন্য), ধ্যানচাঁদ পুরস্কার (আজীবন ক্রীড়া অবদানের জন্য)। এই পুরস্কারপ্রাপ্ত খেলোয়াড় ও কোচরা ভারতের ক্রীড়া জগতের গর্ব এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য পথপ্রদর্শক।
জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক বার্তায় দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, “মেজর ধ্যানচাঁদজিকে শ্রদ্ধা জানাই, যাঁর শ্রেষ্ঠত্ব প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে। গত দশকে ভারতের ক্রীড়াক্ষেত্রে স্মরণীয় রূপান্তর ঘটেছে। আমাদের সরকার ক্রীড়াবিদদের সহায়তা, আধুনিক পরিকাঠামো এবং আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের মাধ্যমে ভারতকে ক্রীড়া উৎকর্ষের এক বিশ্বব্যাপী কেন্দ্রে পরিণত করতে কাজ করে চলেছে।”
ভারতে আসার আগেই অবসর! ৫ সেপ্টেম্বর আর্জেন্টিনার জার্সিতে ‘স্পেশাল ম্যাচ’ মেসির
Greetings on National Sports Day! On this special occasion, we pay tribute to Major Dhyan Chand Ji, whose excellence continues to inspire generations.
In the last decade, India’s sporting landscape has undergone a remarkable transformation. From grassroots programmes that…
— Narendra Modi (@narendramodi) August 29, 2025
মেজর ধ্যানচাঁদের অসাধারণ দক্ষতা ও নেতৃত্বে ভারত ১৯২৮, ১৯৩২ এবং ১৯৩৬ সালের অলিম্পিকে হকিতে সোনার পদক জিতেছিল। তাঁর খেলার এমনই প্রভাব ছিল যে, তাঁকে ‘হকি জাদুকর’ বলা হয়। খেলার মাঠে তাঁর উপস্থিতি মানেই প্রতিপক্ষের কপালে চিন্তার ভাঁজ।
Naredra Modi message on National Sports Day 2025 at Major Dhyan Chand birthday theme one hour on playground