গ্ৰীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোকে (Transfer window) কাজে লাগিয়ে দল গঠনের কাজ সেরে ফেলেছে অধিকাংশ ফুটবল ক্লাব। এবারের টুর্নামেন্ট শুরু করার আগে প্রাক মরসুম প্রস্তুতি শুরু করার অপেক্ষা। তবে দল বদলের বাজারে এখনও যথেষ্ট সক্রিয় রয়েছে আইলিগের পাশাপাশি আইএসএলের বেশকিছু ফুটবল দল। যার মধ্যে গোকুলাম কেরালা এফসির পাশাপাশি একাধিকবার উঠে এসেছে রাজস্থান ইউনাইটেডের নাম। উল্লেখ্য, বিগত কিছু সপ্তাহে একের পর এক দাপুটে ফুটবলারদের চূড়ান্ত করেছে ম্যানেজমেন্ট। এবার সেই তালিকায় যুক্ত হলেন আরেক ভারতীয়।
তিনি নাওরেম তন্ডোম্বা সিং। উল্লেখ্য, গত মরসুমে আইলিগের দল তথা দিল্লি এফসির সঙ্গে যুক্ত ছিলেন বছর ছাব্বিশের এই মনিপুরী ফুটবলার। দল শেষ সিজনে খুব একটা সুবিধা করতে না পারলেও একক দক্ষতায় যথেষ্ট নজর কেড়েছিলেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। যা ব্যাপকভাবে নজর কেড়েছিল সকলের। স্বাভাবিকভাবেই নয়া মরসুমে তাঁকে দলে নিতে আগ্ৰহী হয়ে উঠেছিল একাধিক ফুটবল দল। শেষ পর্যন্ত তাঁকে সই করিয়ে নিল রাজস্থান ইউনাইটেড। একটা সময় নেরোকা এফসির যুবদল থেকে উঠে এসেছিলেন এই দাপুটে ফুটবলার।
পরবর্তীতে কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব থেকে শুরু করে হায়দরাবাদের ফুটবল দল তথা শ্রীনিধি ডেকানের হয়ে ও খেলেছিলেন একাধিক ম্যাচ। এমনকি আইএসএল জয়ী দল তথা মুম্বাই সিটি এফসিতে ও নজর কেড়েছিলেন একটা সময়। তবে গত মরসুমে দিল্লির হয়ে সেরাটা দেওয়ার চেষ্টা করেছিলেন বারংবার। যদিও টেবিলের একেবারে তলানিতে থেকেই টুর্নামেন্ট শেষ করেছিল ওই ফুটবল দল। কিন্তু এবার এই নতুন দলে কতটা মানিয়ে নিতে পারেন সেটাই দেখার বিষয়।
রাজস্থান ইউনাইটেডে যোগদান করার প্রসঙ্গে তিনি বলেন, ” এটা শুধু ক্লাবে সাইন ইন করার বিষয় নয়। এটা লিগ শিরোপার জন্য লড়াই করার মানসিকতা। আমি এই পরিবারের অংশ হয়েছি। আমার বুকে এবং আমাদের পিছনে থাকা সমর্থকদের এই ব্যাজটি দিয়ে, আমি আমাদের দলের জন্য সর্বদা নিজের সেরাটা দিতে প্রস্তুত।