Naorem Singh: বিশ্বকাপ খেলার থেকেও মোহনবাগানকে এগিয়ে রাখলেন নাওরেম

Advertisements সম্প্রতি এক ক্রীড়া সংবাদ মাধ্যমে নংডাম্বা নাওরেমের (Naorem Singh) সাক্ষাৎকার প্রকাশ করা হয়েছে। বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে তার সঙ্গে। উঠে এসেছে মোহন বাগান সুপার…

nongdamba naorem

Advertisements

সম্প্রতি এক ক্রীড়া সংবাদ মাধ্যমে নংডাম্বা নাওরেমের (Naorem Singh) সাক্ষাৎকার প্রকাশ করা হয়েছে। বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে তার সঙ্গে। উঠে এসেছে মোহন বাগান সুপার জায়ান্টের কথা। অনেকে বলে থাকেন, বাগানে তরুণ প্রতিভাদের জন্য তেমন সুযোগ নেই কিংবা ম্যাচ খেলার পর্যাপ্ত সময় দেয় না ক্লাব। নাওরেম কিন্তু বলেছেন উল্টো কথা।

বিজ্ঞাপন

মণিপুরের ওয়াবাগাই থেকে আসা নওরেম তার প্রাথমিক জীবন এবং কীভাবে তিনি এই ফুটবল যাত্রা শুরু করেছিলেন তা সাক্ষাৎকারে জানিয়েছেন। তিনি বলেন, ‘আসলে ছোটবেলা থেকেই কোনো পরিকল্পনা ছিল না যে আমি পেশাদার ফুটবলার হব। কোনো পরিকল্পনাই ছিল না। কিন্তু ২০১০ সালে যখন আমি আর্মি স্কুলে গিয়েছিলাম এবং তার পরে আমি আমার স্কুল, আন্তঃবিদ্যালয় এবং সব কিছুর জন্য খেলা শুরু করলাম, তখন হঠাৎ আমি বুঝতে পারি যে আমার প্রতিভা রয়েছে। কেউ আমাকে বলেনি, আমি নিজেই এটা বুঝতে পেরেছি।’

তিনি আরও যোগ করেন, ‘বোর্ড পরীক্ষার পরে আমি আমার বাবা-মাকে সরাসরি বলেছিলাম যে আমি পেশাদার ফুটবল ট্রায়ালে যাওয়ার চেষ্টা করতে চাই। ডিএসকে শিবাজিয়ান্সে ট্রায়াল দেওয়ার পর আমি আমার পেশাদার ক্যারিয়ার শুরু করি।’

জামশেদপুর এফসি উইঙ্গার এখন পর্যন্ত তার ফুটবল ক্যারিয়ারের হাইলাইট সম্পর্কেও কথা বলেছেন। তিনি মোহনবাগানে তার দিনগুলির উপর আরও জোর দিয়েছেন। নাওরেম বলেন, ‘আমি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, মানুষ মনে করে এটা আমার অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, যা আমাকে অনেক এগিয়ে যেতে সাহায্য করেছিল, যখন আমি মোহনবাগানের হয়ে খেলছিলাম।’