ওড়িশা এফসির বিরুদ্ধে ২০২৩-২৪ আইপিএলের প্লে অফ ম্যাচের আগে কেরালা ব্লাস্টার্স এফসি বড় ধাক্কা খেয়েছে। ইস্টবেঙ্গল এফসির বিরুদ্ধে ম্যাচ চলাকালীন হেডবাটের জন্য ডিফেন্ডার নাওচা সিংকে (Naocha Singh) তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে এআইএফএফের শৃঙ্খলা কমিটি।
একই সঙ্গে গভর্নিং বডির ডিসিপ্লিনারি কমিটি নাওচা সিংকে ২০ হাজার টাকা জরিমানা করেছে। এই সাসপেনশনের ফলে ওড়িশা এফসির বিরুদ্ধে হতে চলা নক-আউট ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন তিনি। নাওচা সিং না থাকার কারণে ইভান ভুকোমানোভিচের কোচিংয়ে থাকা দল সমস্যার পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
Kerala Blasters defender Naocha Singh has been suspended for three matches and fined Rs 20,000 by the AIFF disciplinary committee for the head-butt against East Bengal. He will miss the knockout game against Odisha FC.@MarcusMergulhao#KBFC #KeralaBlasters pic.twitter.com/CblmIwomb0
— KBFC TV (@KbfcTv2023) April 14, 2024
চলতি বছরের ৩ এপ্রিল কেরালা ব্লাস্টার্স বনাম ইস্টবেঙ্গল এফসি ম্যাচে বিতর্কের সূত্রপাত। ২-৪ স্কোরলাইনে হেরে গিয়েছিলে কেরালা ব্লাস্টার্স। তাদের দুই খেলোয়াড় জিকসন সিং এবং নাওচা সিংকে লাল কার্ড দেখিয়েছিলেন রেফারি। ম্যাচের ৭৪ মিনিটে একটি ঘটনার জন্য ডিফেন্ডার নাওচা সিংকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। ঘটনার তদন্তের পর এআইএফএফের ডিসিপ্লিনারি কমিটি নাওচা সিংকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে। ভিডিওতে স্পষ্ট দেখা গিয়েছিলেন ইস্টবেঙ্গলের ফুটবলার আমন সিকে-কে গুঁতিয়ে ছিলেন নাওচা।
কেরালা ব্লাস্টার্স এফসি চলতি মরসুমে একাধিকবার চোট সমস্যার সঙ্গে লড়াই করেছে। যার ফলে দল খারাপ না হলেও প্রত্যাশা মতো ফলাফল পায়নি ক্লাব। এরপর নাওচা অনুপস্থিতি কোচ কীভাবে ভরাট করবেন এখন সেটাই দেখার বিষয়।