আগামী ২২ মার্চ প্রতিবেশী দেশ আফগানিস্তানের মুখোমুখি হবে ভারতীয় ফুটবল দল (National Team)। এশিয়ান কাপে ধরাশায়ী হওয়ার পর এবার এই টুর্নামেন্টের দিকেই নজর সকলের। সেই মর্মে গত কয়েকদিন আগেই ফুটবলারদের তালিকা ঘোষনা করেছে ভারতীয় দলের কোচ ইগর স্টিমাচ। যেখানে কলকাতা ময়দানে দুই প্রধান তথা ইমামি ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপারজায়ান্টস দলের বেশকিছু ফুটবলারদের নাম উল্লেখ ছিল।
সব মিলিয়ে মোট ৩৫ জনের একটি স্কোয়ার্ড ঘোষণা করা হয় জাতীয় দলের তরফ থেকে। সেখানে গোলরক্ষক হিসেবে গুরপ্রীত সিং সিন্ধু, অমরিন্দর সিং এবং বিশাল কাইথদের নাম উঠে এসেছিল প্রথমদিকে।
এছাড়াও শুভাশিস বসু থেকে শুরু করে লালচুংনুঙ্গা ও নাওরেম মহেশ সিংদের নাম ছিল সেই লিস্টে। সেইমতো জাতীয় দলের ক্যাম্পে ডেকে পাঠানো হয়েছিল ফুটবলারদের। শেষ পর্যন্ত মোহনবাগান থেকে ৮ জন ফুটবলারদের নির্বাচিত করা হলেও ইস্টবেঙ্গল থেকে সুযোগ পান মাত্র একজন। যা নিয়ে খুব একটা খুশি নন দলের সমর্থকরা। লাল-হলুদ থেকে একমাত্র ডাক পেয়েছেন ভারতীয় তরুণ নাওরেম মহেশ সিং। তবে এবারেরই ফুটবল মরশুমে ভালো পারফরম্যান্স করেও জাতীয় শিবিরে ডাক পেলেন না ভারতীয় উইঙ্গার নন্দকুমার শেখর। যা নিয়ে অনেকটাই হতাশ তিনি। নিজের সোশ্যাল সাইট থেকে করলেন বিশেষ পোস্ট।
নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লাল-হলুদ জার্সিতে করা তার পারফরম্যান্সের একটি ছবি শেয়ার করেন এই ফুটবলার। যেখানে ৩টি অ্যাসিস্টের পাশাপাশি ৯টি গোলের পরিসংখ্যান দেখা যায় তার পোস্টে। তারপরেই রয়েছেন বিক্রম প্রতাপ সিং। মোট তিনটি অ্যাসিস্টের পাশাপাশি ৮টি গোল রয়েছে তার ঝুলিতে। তৃতীয় স্থানে রয়েছেন মানবীর সিং। ৮টি অ্যাসিস্টের পাশাপাশি রয়েছে ৫টি গোল।
চতুর্থ স্থানে রয়েছেন ছাংতে। ৬টি অ্যাসিস্টের পাশাপাশি ৫টি গোল। পঞ্চম স্থানে রয়েছেন রালতে। ৪টি অ্যাসিস্ট ও ৫টি গোল। ষষ্ঠ স্থানে রয়েছেন ভারতীয় অধিনায়ক সুনীল ছেত্রী। তার ঝুলিতে রয়েছে ৩টি অ্যাসিস্টের পাশাপাশি ৫টি গোল। সব থেকে অদ্ভুত ব্যাপার হল, এত কিছুর পরেও জাতীয় শিবিরে অন্যান্য ফুটবলারদের সুযোগ দেওয়া হলেও বাকি পেলেন না নন্দকুমার। যা নিয়ে বিস্মিত সকলে।