
বাংলাদেশ ক্রিকেটের অন্যতম বড় তারকা মুস্তাফিজুর রহমানকে ঘিরে ফের উত্তাল ক্রিকেট মহল। আইপিএল ২০২৬ (IPL 2026) আগে আচমকাই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে খবর, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) নাকি আবারও মুস্তাফিজুরকে আইপিএলে খেলার সুযোগ দেওয়ার কথা ভাবছে। সেই জল্পনাই নতুন করে আলোচনার জন্ম দিয়েছে ভারত-বাংলাদেশ ক্রিকেট সম্পর্কের টানাপোড়েন নিয়ে।
‘পশ্চিমবঙ্গ-অসমে ভোট বলেই…’ বিশ্বকাপ ইস্যুতে কাকে নিশানা প্রাক্তন BCB সচিবের?
কোথা থেকে শুরু বিতর্ক?
আইপিএলের মিনি নিলামে ৯ কোটি ২০ লক্ষ টাকায় মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (KKR)। তবে কিছুদিনের মধ্যেই তাঁকে দল থেকে ছেড়ে দেওয়া হয়। এই সিদ্ধান্তের পেছনে রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট কাজ করেছে বলেই দাবি করা হয় বিভিন্ন মহলে। ঘটনার পর থেকেই দুই দেশের ক্রিকেট বোর্ডের সম্পর্ক ক্রমশ জটিল আকার নেয়।
সোশ্যাল মিডিয়ার জল্পনা
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দাবি ওঠে, পরিস্থিতি স্বাভাবিক করার লক্ষ্যে বিসিসিআই নাকি আবার মুস্তাফিজুরের আইপিএল ফেরা নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছে। এই খবরে আশার আলো দেখেছিলেন অনেক বাংলাদেশি সমর্থক। কিন্তু সেই আশায় কার্যত জল ঢেলে দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB)।
‘ব্লক প্রেসিডেন্ট হওয়ারও ক্ষমতা…!’ শাহ পুত্রকে নিশানা তৃণমূল সুপ্রিমোর
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ধরনের খবরের কোনও ভিত্তি নেই।তিনি জানান, “মুস্তাফিজুরের আইপিএলে ফেরার বিষয়ে বিসিসিআই-এর সঙ্গে আমার কোনও আলোচনা হয়নি। এই সব খবর সম্পূর্ণ ভিত্তিহীন।”
মুস্তাফিজুরকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় বিসিবি যে ক্ষুব্ধ, তা আর গোপন নেই। এর প্রতিবাদে বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ করা হয় বলে খবর ছড়ায়। এমনকি ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়েও আপত্তির কথা জানানো হয়েছে। নিরাপত্তার অভাবের যুক্তিতে বাংলাদেশ তাদের ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজনের দাবিও তোলে।
ভারতে খেলতে আসবে না বাংলাদেশ! আইসিসিকে চিঠি বিসিবির
এহেন উত্তপ্ত পরিস্থিতিতে সংযমের আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক তামিম ইকবাল। তিনি বলেন, “এই ধরনের সিদ্ধান্তের প্রভাব আগামী ১০ বছর পর্যন্ত বাংলাদেশ ক্রিকেটকে প্রভাবিত করতে পারে। আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান সম্ভব।”
অন্যদিকে, বাংলাদেশের ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল আরও কঠোর অবস্থান নিয়েছেন। জাতীয় সম্মানের প্রশ্ন তুলে তিনি ভারতে খেলতে আপত্তি জানান, পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলেছে।
মুস্তাফিজুর রহমানের আইপিএল ফেরা আপাতত জল্পনাতেই সীমাবদ্ধ। ক্রিকেটের বাইরের ঘটনা যে কীভাবে মাঠের খেলার উপর গভীর প্রভাব ফেলতে পারে, এই ঘটনা তারই বড় উদাহরণ। এখন দেখার, আলোচনার টেবিলে বসে দুই বোর্ড সম্পর্কের বরফ গলাতে পারে কি না—নাকি এই দূরত্ব আরও দীর্ঘস্থায়ী হয়।










