অবশেষে মিটল রানের খরা! ম্যাচ জিততে ‘তিলকেই’ আস্থা আগরওয়ালের

চলতি দলীপ ট্রফির প্রথম রাউন্ডে সুযোগ পাননি। দ্বিতীয় রাউন্ডে ইন্ডিয়া এ দলের হয়ে খেলতে নেমে প্রথম ইনিংসে ব্যর্থতাই সঙ্গী হয়েছিল তিলক ভর্মার (Tilak Verma)। আজ…

Mumbai Indians' Tilak Varma Scores Half-Century in 2024 Duleep Trophy

চলতি দলীপ ট্রফির প্রথম রাউন্ডে সুযোগ পাননি। দ্বিতীয় রাউন্ডে ইন্ডিয়া এ দলের হয়ে খেলতে নেমে প্রথম ইনিংসে ব্যর্থতাই সঙ্গী হয়েছিল তিলক ভর্মার (Tilak Verma)। আজ দ্বিতীয় ইনিংস খেলতে নেমে প্রথম সিংয়ের পাশাপাশি রান বড় রান পেলেন তিলক ভর্মা। ইন্ডিয়া ডি দলের বিরুদ্ধে খেলতে নেমে বর্তমানে ৬০রানে অপরাজিত রয়েছেন বাঁ হাতি মুম্বাই ব্যাটার। তাঁর সাথে ব্যাট করছেন রিয়ান পরাগ (১৯*)।

ইন্ডিয়া ডি দলের হয়ে গতকাল শূন্য রানে আউট হয়েছিলেন তারকা ব্যাটার শ্রেয়স আইয়ার। তবে ব্যাট হতে ব্যর্থ হলেও ‘সানগ্লাস’ পরে মাঠে আসার জন্য নানা সমালোচনার মুখে পড়তে হয়ে তাঁকে। তবে শুধু আইয়ার নন, রানের দেখা পাননি সঞ্জু স্যমসনও (৫)। শেষমেশ আকিব খান এবং খলিল আহমেদের দুরন্ত বোলিং পরফরম্যান্সের সুবাদে ১৮৩ রানেই থেমে যায় ইন্ডিয়া এ দলের ইনিংস। অনন্তপুরে গতকাল ১০৭ রানের লিড নিয়ে খেলতে নামে ইন্ডিয়া এ দল। আজ খেলতে ডি দলের বিরুদ্ধে খেলতে নেমেই ধ্বংসাত্মক মেজাজে ব্যাটিং করতে থাকেন ওপেনাররা। এদিন লাঞ্চের আগেই ২৫০ রানের লিড নিয়ে নেয় ইন্ডিয়া এ দল। সৌজন্যে ওপেনার প্রথম সিং। হর্ষিত রানা- আর্শদীপ সিং এর মত তারকা বোলারদেরও এদিন অসহায় দেখিয়েছে তাঁর সামনে। এদিন ১৮৯ বলে ১২২ রানের ইনিংসে তিনি ১২টি চার ও ১টি ছয় মারেন। তাঁকে যোগ্য সঙ্গত দেন অধিনায়ক মায়ঙ্ক আগরওয়াল (৫৬)। এদিন শ্রেয়স আইয়ারের ‘টপস্পিন’ ডেলিভারিতে আউট না হলেও হয়তো তিনিও সেঞ্চুরি করতেন।

   

বিরাট ‘সাধারণ’! সিরিজ শুরুর আগেই ভারতকে একহাত নিলেন এই অজি তারকা

আজ দুই ওপেনারের পাশাপাশি তিন নম্বরে নেমে সফল হয়েছেন মুম্বাইয়ের তরুণ ব্যাটার তিলক ভর্মা (Tilak Verma)। বিগত আইপিএল থেকেই রান পাচ্ছিলেন না মুম্বই ব্যাটার। ইন্ডিয়া এ দলের হয়ে প্ৰথম ইনিংসেও রান করতে পারেননি তিনি। মাত্র ১০ রান করে ফেরত যান তিনি। তাই জাতীয় দলে তাঁর জায়গা নিয়ে ‘প্রশ্ন’ তুলছিলেন সমালোচকরা। এদিন দ্বিতীয় ইনিংস খেলতে নেমে হাফসেঞ্চুরি করে সমালোচকদের মুখ বন্ধ করলেন তিনি। এছাড়াও তাঁর রানের সুবাদেই বর্তমানে চালকের আসনে রয়েছে মায়ঙ্ক আগরওয়ালের দল। তবে লাল বলের ক্রিকেটে দলীপ ট্রফিতে রান করলেও, জাতীয় দলের হয়ে খেলাটাকেই এই মুহূর্তে পাখির চোখ করতে চাইছেন মুম্বাই ইন্ডিয়ান্সের তরুণ তারকা।