HomeSports NewsIPL 2024: ওডিআই ক্রিকেটে একটিও উইকেট না নেওয়া বোলারকে দলে নিল মুম্বাই...

IPL 2024: ওডিআই ক্রিকেটে একটিও উইকেট না নেওয়া বোলারকে দলে নিল মুম্বাই ইন্ডিয়ান্স

- Advertisement -

আইপিএল ২০২৪ (IPL 2024)-এর আগে মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians) তাদের স্কোয়াডে বড় পরিবর্তন করা হয়েছে। আইপিএলের আসন্ন মরসুম থেকে ছিটকে গিয়েছেন দলের তারকা খেলোয়াড় জেসন বেহরেনডর্ফ। গত মরসুমে দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন। চোটের কারণে ছিটকে গিয়েছেন মাঠের বাইরে। বেহরেনডর্ফের বদলি ক্রিকেটারের নাম ঘোষণা করেছে মুম্বাই ইন্ডিয়ান্স।

আইপিএলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জেসন বেহরেনডর্ফ এখন চোটের কবলে। যার কারণে আইপিএলের আসন্ন মরসুমে অংশ নিতে পারবেন না তিনি। জেসন বেহরেনডর্ফের বদলি হিসেবে ইংল্যান্ডের লুক উডকে দলে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। লুক উডের এটাই প্রথম আইপিএল মরসুম। ৫০ লক্ষ টাকার বিনিময়ে এমআইতে যোগ দিচ্ছেন উড।

   

ইংল্যান্ডের হয়ে এখনও পর্যন্ত মাত্র ২টি ওয়ানডে ও ৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন লুক উড। ওয়ানডেতে একটিও উইকেট নেই তাঁর। অন্যদিকে টি-টোয়েন্টিতে ৯.৬৬ ইকোনমিতে নিয়েছেন ৮ উইকেট। অন্যদিকে আইপিএলে এখনও পর্যন্ত ১৭টি ম্যাচ খেলে ১৯ উইকেট নিয়েছেন জেসন বেহরেনডর্ফ। আইপিএলের গত মরসুমে মুম্বাইয়ের হয়ে ১২টি ম্যাচ খেলেছিলেন। নিয়েছিলেন ১৪টি উইকেট।

 

আইপিএল ২০২৪-এর জন্য মুম্বাই ইন্ডিয়ান্সের স্কোয়াড:

হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, ঈশান কিষাণ (উইকেটরক্ষক), দেওয়াল্ড ব্রেভিস, টিম ডেভিড, তিলক ভার্মা, অর্জুন তেন্ডুলকর, কুমার কার্তিকেয়, আকাশ মাধওয়াল, নেহাল ওয়াধেরা, শামস মুলানি, বিষ্ণু বিনোদ, পীযূষ চাওলা, রোমারিও শেফার্ড, জেরাল্ড কোয়েটজি, দিলশান মাদুশঙ্কা, শ্রেয়াস গোপাল, নুয়ান থুশারা, আনশুল কাম্বোজ, নমন ধীর, মহম্মদ নবী, শিবালিক শর্মা, লুক উড।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular