আসন্ন ফুটবল মরশুমে নিজেদের সেরাটা উজাড় করে দিতে মরিয়া প্রত্যেকটি দল। এজন্য নিজেদের পছন্দ অনুযায়ী খেলোয়াড়দের কাছে লোভনীয় প্রস্তাব পাঠানো শুরু করে দিয়েছে ক্লাব গুলি। পাশাপাশি অনেকে চুক্তি বাড়াচ্ছে দলের পুরোনো ফুটবলারদের সঙ্গে। এক্ষেত্রে বেশ খানিকটা সক্রিয় হয়ে উঠেছে গতবারের লিগ শিল্ড জয়ী দল মুম্বাই সিটি এফসি (Mumbai FC)।
এই সময়ে দাঁড়িয়ে দলবদলের বাজারে যখন অন্যান্য দল গুলি মোটা অঙ্কের বিনিময়ে খেলোয়াড় চূড়ান্ত করছে, ঠিক সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে নিজেদের দলের বেশকিছু পুরোনো ফুটবলারদের সঙ্গে চুক্তি বাড়ানোর পরিকল্পনা মুম্বাইয়ের। বলাবাহুল্য, শেষ ফুটবল মরশুমে যথেষ্ট ভালো পারফরম্যান্স করেছে মুম্বাই। টুর্নামেন্টের লিগশিল্ড জেতার দরুণ এফসি চ্যাম্পিয়ন লিগে সুযোগ করে নিয়েছে দল। পাশাপাশি আইএসএলের সেমিফাইনালে ও যথেষ্ট লড়াকু মেজাজে দেখা গিয়েছে তাদের। যদিও শেষ পর্যন্ত সাডেন ডেথে বেঙ্গালুরু এফসির কাছে পরাজিত হতে হয়েছিল মন্দারদের। তবে দলের লড়াকু পারফরম্যান্সে যথেষ্ট খুশি প্রত্যেকে।
![Rahul Bheke](https://kolkata24x7.in/wp-content/uploads/2023/06/Rahul-Bheke.jpg)
সেইধারা বজায় রেখে আগামী মরশুমে কাপ জেতার নতুন চ্যালেঞ্জ রনবীর কাপুরের দলের। সেজন্য গতমাসের শেষেই তাদের দলের তারকা বিদেশি গ্ৰগ স্টুয়ার্টের সঙ্গে চুক্তি বাড়িয়েছে মুম্বাই। এই স্কটিশ ফুটবলারের কাছে কেরালা ব্লাস্টার্সের প্রস্তাব থাকলেও শেষ পর্যন্ত নিজের পুরোনো দলকেই বেছে নিলেন তিনি। যারফলে, আরও একটা মরশুম পুরোনো ক্লাবে থাকছেন এই তারকা।
একই রকম ভাবে গতমাসে চুক্তি বাড়নো হয়েছিল দলের গোলরক্ষক ফুরবা লাচেনপার সঙ্গে। এবার সেই তালিকায় যোগ করা হল ভারতীয় তারকা ফুটবলার রাহুল ভেকের নাম। শোনা যাচ্ছে, আসন্ন ফুটবল মরশুমের কথা মাথায় রেখে তার সঙ্গে চুক্তি বাড়িয়েছে মুম্বাই। গত মরশুমে যথেষ্ট ভালো পারফরম্যান্স ছিল এই ফুটবল তারকার। সেই কারনেই তাকে রাখার সিদ্ধান্ত নিল ম্যানেজমেন্ট।