Akash Mishra: শেষরক্ষা হল না, এবার মুম্বইয়ের পথে আকাশ মিশ্রা

Indian left-back Akash Mishra playing football

আগত ফুটবল মরশুমে নিজেদের পারফরম্যান্স ধরে রাখার পাশাপাশি এএফসি কাপে ভালো ফল করতে মরিয়া মোহনবাগান। সেইমতো, জেসন কামিন্স থেকে শুরু করে একাধিক দেশি-বিদেশী তারকা ফুটবলারকে চূড়ান্ত করে ফেলেছে কলকাতার এই প্রধান। তবে এবার বাগান শিবিরের হাত থেকে ফুটবলার ছিনিয়ে নিল মুম্বাই সিটি এফসি। বিশেষ সূত্র মারফত খবর, আগামী কয়েক মরশুমের কথা মাথায় রেখেই নাকি হায়দরাবাদ এফসির তারকা ফুটবলার আকাশ মিশ্রাকে (Akash Mishra) এবার চূড়ান্ত করল গতবারের লিগ শিল্ড জয়ী মুম্বাই।

বলাবাহুল্য, গত ফুটবল মরশুম শেষ হওয়ার পর থেকেই এই তারকা ফুটবলার কে পেতে ঝাঁপিয়ে ছিল মোহনবাগান। সেইমতো কথাবার্তা ও এগিয়ে গিয়েছিল অনেকটা দূর। এমনকি সবুজ-মেরুন ব্রিগেডে আসার জন্য নাকি মৌখিক সম্মতি ও দিয়েছিলেন এই তরুণ ফুটবলার। তবে শেষ রক্ষা হল না। মোহনবাগানকে পিছনে ফেলে এবার তাকে চূড়ান্ত করল রাহুল ভেকের মুম্বাই।

   

যতদূর জানা গিয়েছে, হায়দরাবাদ এফসি কে রেকর্ড অর্থ প্রদান করে এই তরুণ প্রতিভা কে নিশ্চিত করছে গতবারের আইএসএলের লিগ শিল্ড উইনার্সরা। তবে সেখানেই শেষ নয়। আরও জানা গিয়েছে, গত মরশুমে আইএসএল খেলা মুম্বাই দলের তারকা ফুটবলার ভিগনেশ দক্ষিণামূর্তির সাথে সোয়াইপ ডিল করে তাকে আনছে রনবীর কাপুরের মুম্বাই। পূর্বে ও একাধিকবার উঠে এসেছে এই সম্ভাবনা। তবে সেইসময় দৌড়ে অনেকটাই পিছিয়ে ছিল মুম্বাই, তবে এবার শেষ মুহূর্তে বাজিমাত করল দেশের বানিজ্য নগরীর এই দল।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন