চলতি মরশুমের শুরু থেকেই ফরোয়ার্ডের সমস্যায় ভুগতে হয়েছে এটিকে মোহনবাগানকে (ATK Mohun Bagan)। তাই সেই দিকে বাড়তি নজর রেখে এখন থেকেই আগামী মরশুমের জন্য দল গোছানোর কাজ শুরু করে দিয়েছে ম্যানেজমেন্ট। গত কয়েকদিন ধরেই উঠে এসেছে অস্ট্রেলিয়ান লিগ খেলা জেসন স্টিফেন কামিন্সের (Jason Cummings) নাম। যিনি বর্তমানে সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের ফুটবলার। শুধু তাই নয়, কয়েক বছর ধরে অস্ট্রেলিয়ার জাতীয় দলের দায়িত্ব সামলাচ্ছেন এই ফরোয়ার্ড। এবার তাকে নেওয়ার জন্য হুড়োহুড়ি দুই আইএসএল জয়ী দলের মধ্যে।
গতকাল শোনা যাচ্ছিল, এবার নাকি বড় অঙ্কের আর্থিক চুক্তিতে সবুজ-মেরুনে আসতে আগ্ৰহী এই অজি ফুটবলার। তা সত্যি হলে আগামী মরশুমেই আইএসএলের ইতিহাসে সবচেয়ে দামি ফুটবলার হবেন জেসন কামিন্স। হিসেব বলছে, ৩ কোটি টাকা ট্রান্সফার ফি এর পাশাপাশি বছরে ৯ কোটি ৭৫ লক্ষ টাকা নেবেন অস্ট্রেলিয়ার এই বিশ্বকাপার। যা এক কথায় অবিশ্বাস্য। উল্লেখ্য, এবারের আইএসএলে সবচেয়ে দামি ফুটবলার ছিলেন আদ্রিয়ান লুনা। যিনি কেরালা ব্লাস্টার্সের জার্সিতে এবছর মাঠ কাঁপিয়েছেন।
তবে কামিন্স আসলে অনায়াসেই নতুন রেকর্ড হবে আগামী আইএসএলে। তবে শুধু এটিকে মোহনবাগান নয়। কামিন্স কে নিতে আগ্ৰহ প্রকাশ করেছে এবারের আইএসএলের সেমিফাইনালিস্ট মুম্বাই সিটি এফসি। সূত্র অনুযায়ী খবর, কামিন্স দলে আনতে গিয়ে কিছুটা হলেও অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এটিকে মোহনবাগানকে।
যারফলে, তার বাজার দর কিছুটা কমিয়ে তাকে সই করাতে চায় এটিকে মোহনবাগান। এই পরিস্থিতিতে লড়াইয়ে নামে মুম্বাই সিটি। কামিন্সের এজেন্টের সাথে নাকি একপ্রস্থ কথাও হয়েছে রনবীর কাপুরের দলের সদস্যদের। শেষ পর্যন্ত কি মুম্বাই পাড়ি দেবেন কামিন্স? তার উত্তর দেবে সময়।