ISL জিতে তিরি প্রমাণ করলেন ‘টাইগার জিন্দা হ্যায়’

গলায় মেডেল, সোফার ডানপাশে ইন্ডিয়ান সুপার লিগ (ISL) ট্রফি, সামনের টেবলে শ্যাম্পেনের বোতল। রাজকীয় মেজাজ। তিরি বুঝিয়ে দিলেন ‘টাইগার জিন্দা হ্যায়’। তিরিকে যখন মুম্বই সিটি…

Mumbai City FC's Tiri

গলায় মেডেল, সোফার ডানপাশে ইন্ডিয়ান সুপার লিগ (ISL) ট্রফি, সামনের টেবলে শ্যাম্পেনের বোতল। রাজকীয় মেজাজ। তিরি বুঝিয়ে দিলেন ‘টাইগার জিন্দা হ্যায়’।

তিরিকে যখন মুম্বই সিটি এফসি দলে নিয়েছিল তখন অনেকেই ভ্রূ কুঁচকেছিলেন। তিরিশ ঊর্ধ্ব স্প্যানিশ ডিফেন্ডার দলকে আদৌ ভরসা যোগাতে পারবেন কি না সে ব্যাপারে উঠেছিল প্রশ্ন। শনিবার রাতে নিন্দুকদের মুখ বন্ধ করে দিয়েছেন তিনি।

   

এই নিয়ে তৃতীয়বারের জন্য ইন্ডিয়ান সুপার লিগ ট্রফি জিতলেন তিরি। এটিকে, এটিকে মোহনবাগানের পর মুম্বই সিটি এফসির হয়েও আইএসএল সেরা হওয়ার স্বাদ পেলেন। প্রাক্তন দলকে হারিয়ে ট্রফি জিতেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় তিরি লিখেছেন, ‘আমার প্রতি আস্থা রাখার জন্য মুম্বই সিটি এফসিকে ধন্যবাদ। আবার চ্যাম্পিয়ন করার জন্য ক্লাবের কাছে আমি কৃতজ্ঞ। টিমমেট ও ক্লাবের প্রত্যেক সদস্যকে ধন্যবাদ জানাতে চাই। পরিবার সহ যারা আমার জীবনের অন্যতম কঠিন সময়ে পাশে ছিলেন তাদেরকে থ্যাঙ্ক ইউ।’

Advertisements

মুম্বই সিটি এফসিকে হারিয়ে এবারের লিগ শিল্ড জিতেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। সে দিন দলের জন্য বিশেষ কিছু করতে পারেননি। সোশ্যাল মিডিয়ায় মুম্বই সিটি এফসি সমর্থকদের সামনে দুঃখ প্রকাশ করেছিলেন। আইএসএল জিতে তিরি ঘুরে দাঁড়ালেন আরো একবার।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News