HomeSports NewsMumbai City FC: ঘরের মাঠে জয় পেতে চায় মুম্বাই, কী বললেন তিরি...

Mumbai City FC: ঘরের মাঠে জয় পেতে চায় মুম্বাই, কী বললেন তিরি ?

- Advertisement -

আইএসএলের প্রথম লেগের সেমিফাইনালে দাপুটে এফসি গোয়াকে পরাজিত করেছে মুম্বাই (Mumbai City FC)। শেষ পর্যন্ত ৩-২ গোলের ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছে গতবারের শিল্ড জয়ীরা। জোড়া গোল পেয়েছেন ভারতীয় তারকা ছাংতে। একটি গোল করেন বিক্রমপ্রতাপ সিং।‌ এই জয় আগত দ্বিতীয় লেগের সেমিফাইনালে অনেকটাই আত্মবিশ্বাস বাড়াবে মুম্বাই ফুটবলারদের মধ্যে।

আগামী কয়েকদিন পরেই মুম্বাইয়ের ঘরের মাঠ মুম্বাই ফুটবল এরিনায় অনুষ্ঠিত হবে দ্বিতীয় সেমিফাইনাল। নিজেদের পুরনো ছন্দ বজায় রাখাই এখন একমাত্র লক্ষ্য মুম্বাই সিটি এফসির। আসলে গত মরশুমের মতো এ বছরও টুর্নামেন্টের শিল্ড জয় দৌড়ে টিকে ছিল আকাশরা।

   

কিন্তু শেষ পর্যন্ত এই টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী ক্লাব মোহনবাগান সুপারজায়ান্টসের কাছে পরাজিত হয়ে হাতছাড়া করতে হয় সেই খেতাব। যা কিছুতেই মেনে নিতে পারছেন না দলের ফুটবলাররা। তবে এবার সেই হতাশা ভুলে আইএসএল ট্রফি ঘরে তুলতে মরিয়া রণবীর কাপুরের এই ফুটবল ক্লাব। সেজন্য, অ্যাওয়ে ম্যাচের পর এবার হোম ম্যাচে ও দাপট দেখানো পরিকল্পনা থাকবে তাদের।

অন্যদিকে, বদলা নিতে মরিয়া মানালো মার্কেজের এফসি গোয়া। ঘরের মাঠে এগিয়ে থেকে পরাজিত হতে হলেও দ্বিতীয় লেগে মুম্বাইকে চাপে ফেলে জয় সুনিশ্চিত করতে চায় ম্যাকহিউরা। তবে নিজেদের দলের ফুটবলারদের নিয়ে যথেষ্ট আশাবাদী তিরি।‌

পরবর্তীতে নিজের সোশ্যাল সাইটে তিনি লেখেন, এক অনবদ্য প্রত্যাবর্তন। সবার অনবদ্য পারফরম্যান্সের ফলাফল এটি। তবে আমাদের নিজেদের বেশ কিছু ভুল বোঝাবুঝির জন্য কিছুটা সমস্যা তৈরি হয়েছিল। তবে আমাদের দল শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করতে বিশ্বাসী। এখনো জয়ের কিছু নেই। ৯০ মিনিটের খেলা এখনো বাকি রয়েছে। আমাদের আবারো লড়াই করার জন্য প্রস্তুত হতে হবে। খুব তাড়াতাড়ি মুম্বাইতে দেখা হবে।

- Advertisement -
Sayan Sengupta
Sayan Senguptahttps://kolkata24x7.in
গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular