Greg Stewart: এটিকে মোহনবাগানকে চ্যালেঞ্জ মুম্বাই সিটি এফসির গ্রেগ স্টুয়ার্টের

Greg Stewart

১৪ জানুয়ারি এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) মুখোমুখি হতে চলেছে মুম্বাই সিটি এফসি (Mumbai City FC)। সেই ম‍্যাচের আগে মুম্বাই সিটি এফসির তারকা ফুটবলার গ্রেগ স্টুয়ার্টের (Greg Stewart) কাছে বেশ কিছু প্রশ্ন রাখা হয়েছিল। চলতি মরশুমে দারুণ ছন্দে থাকা মুম্বই সিটি এফসিরসবচেয়ে বড়ো প্রতি পক্ষ এটিকে মোহনবাগান।

তবুও সবুজ মেরুনের বিরুদ্ধে কি সহজেই জয় তুলে নেওয়ার প্রত‍্যাশা রাখছেন তারা ? স্টুয়ার্টের কাছে এই প্রশ্ন করা হলে তিনি বলেন,এই ম‍্যাচের থেকেও বাকি ম‍্যাচ গুলোর মতো তিন পয়েন্ট তুলে নেওয়াটাকেই পাখির চোখ করছে দল।তবে এটিকে মোহনবাগান কে হারাতে যে বিস্তর কাঠখড় পোড়াতে হবে সেই কথাও জানিয়েছেন তিনি।চলতি জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে তিন জন নতুন ফুটবলার এনেছে এটিকে মোহনবাগান,তাদের নিয়ে নিশ্চিত ভাবেই কোনও না কোনও পরিকল্পনা সেরেছে সবুজ মেরুন দলের কোচেরা।তাই তাদের হারাতে কি কোনও বেগ পেতে হতে পারে ?

   

এরকম জানতে চাওয়া হয় স্টুয়ার্টের কাছে।তিনি বলেছেন প্রতিপক্ষ কিরম পরিকল্পনা করছে, সেটা নিয়ে তাদের তেমন মাথা ব‍্যাথা নেই।কিভাবে ম‍্যাচ জিততে হবে সেটা ঠিক করে দেবে কোচ।আমরা সেই পরিকল্পনা মাফিক খেলবো‌।গ্রেগ স্টুয়ার্টের কথায় স্পষ্ট তিনি বেশ ইতিবাচক রয়েছেন এই ম‍্যাচ নিয়ে।এটিকে মোহনবাগানকে হারানোর জন্যে ভীষণ আশাবাদী তিনি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন