ব্রাজিলিয়ান তারকাকে চমক দিতে চাইছে Mumbai City FC

এবারের আইএসএলে হয়তো সবচেয়ে বড় চমক দিতে চলেছে মুম্বই সিটি এফসি (Mumbai City FC)।  আইএসএলের এই ক্লাবের তরফে ইতিমধ্যে Leo Baptistao এর সাথে কথাবার্তা বলা…

Leo Baptistao

এবারের আইএসএলে হয়তো সবচেয়ে বড় চমক দিতে চলেছে মুম্বই সিটি এফসি (Mumbai City FC)।  আইএসএলের এই ক্লাবের তরফে ইতিমধ্যে Leo Baptistao এর সাথে কথাবার্তা বলা শুরু হয়েছে ।

এইমুহুর্তে বাপতিস্তাও খেলছেন ব্রাজিলের অন‍্যতম সেরা ক্লাব স্যান্টোসে।কেরিয়ারের অধিকাংশ সময় তিনি খেলেছিলেন লা লিগা’তে। ১৭৮ ম‍্যাচে খেলে করেছেন ৩৪ টা গোল। খেলেছেন – Rayo Vallecano, Atlético Madrid, Betis, Villarreal এবং Espanyol ‘এর হয়ে।২০১৩-১৪ সালে অ্যাটলেটিকো’র হয়ে লিগ জিতেছিলেন তিনি।

২০২১ সালে আগষ্ট মাসে দীর্ঘ ১৩ বছ‍র পর ব্রাজিলে ফিরে এসেছিলেন বাপতিস্তাও। ঘরের ক্লাব স‍্যান্টোসে সই করেছিলেন তিনি, যার মেয়াদ ২০২৩ অবধি।তাকে আনতে উঠে পড়ে লেগেছে মুম্বই সিটি এফসি।তার বর্তমান মার্কেট ভ‍্যালু ১৩ কোটি টাকা।

আসন্ন আইএসএলের কথা মাথায় রেখে দারুণ শক্তিশালী দল গড়ছে মুম্বই সিটি এফসি।সম্প্রতি মেলবোর্ন সিটি থেকে অস্ট্রেলিয়ান মিডফিল্ডার রস্টিন গ্রিফিতস যোগ দিয়েছেন ক্লাবে।

Advertisements

গত রোববার আনুষ্ঠানিকভাবে এই অজি তারকা’কে দলে নেওয়ার খবর জানিয়ে দেয় মুম্বই সিটি এফসি। এবার তার দলে যোগ দেওয়ার মাঝে পড়ে রইলো মেডিক্যাল পরীক্ষা।মাঝমাঠ ছাড়া রক্ষন ভাগে খেলতেও সমান ওস্তাদ এই ফুটবলার।

ইতিমধ্যে গতবছর মেলবোর্ন সিটির হয়ে অস্ট্রেলিয়ার লিগ জিতেছে এই ফুটবলার। অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ইউনাইটেড, নর্থ কুইন্সল্যান্ড ফিউরি, সেন্ট্রাল কোস্ট ম্যারিনার্স এবং পার্থ গ্লোরির পাশাপাশি ইংল্যান্ড, চীন,উজবেকিস্তানের একাধিক ক্লাবের হয়ে খেলেছিলেন এই ফুটবলার।