ISL লিগ-শিল্ড (ISL League Shiled) জয়ের উল্লাস এখন টাটকা। কিন্তু মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG) কোচ হোসে মোলিনা (Jose Molina) জানিয়ে দিয়েছেন, দল আগের মতোই তাদের লক্ষ্যকে অটুট রাখবেন এবং ভবিষ্যতের দিকে মনোযোগ দিচ্ছেন। টানা দ্বিতীয়বার লিগ-শিল্ড জয়ের পরেও দলের মনোভাবের উপর তাঁর জোর আছে। পরিবর্তনের চিন্তা না করে, মোলিনা বলেন যে জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। আগামী আইএসএল ট্রফি জয়ের উদ্দেশ্যে এই পথ ধরেই চলতে চান তিনি।
মোহনবাগান সুপার (Mohun Bagan SG) জায়ান্টের মরসুম শেষ হতে এখনও দুই ম্যাচ বাকি। শনিবার অ্য়াওয়ে ম্যাচে তাদের প্রতিপক্ষ পেত্র ক্র্যাটকির মুম্বই সিটি এফসি (Mumbai City FC)। সেই লক্ষ্যে এদিন বাগান কোচের প্রথম একাদশে তেমন কোন পরিবর্তন নেই খুব একটা চোখে পড়ার মতো। যদিও ওডিশা ম্যাচের নায়ক দিমিত্রি পেত্রাএসকে প্রথম থেকে সঙ্গে রেখেই মাঠে নামছেন স্প্যানিশ কোচ।
মোহনবাগান সুপার জায়ান্টের প্রথম একাদশ:
Today’s team news 🫡#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/tZNtmLlaGV
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) March 1, 2025
মুম্বই সিটি এফসির প্রথম একাদশ:
🚨 𝐓𝐄𝐀𝐌 𝐍𝐄𝐖𝐒 𝐅𝐑𝐎𝐌 𝐓𝐇𝐄 𝐀𝐑𝐄𝐍𝐀 🚨
Head Coach Petr Kratky picks his #StartingXI against Mohun Bagan SG 💪
Let’s go, मुंबई 🩵#MCFCMBSG #AamchiCity 🔵 @etihad pic.twitter.com/63NWvWOI77
— Mumbai City FC (@MumbaiCityFC) March 1, 2025
এই দিনের ম্যাচে বাগান ব্রিগেড মুম্বইকে পরাজিত করলে, গুরপথে সাহায্য হবে পয়েন্ট টেবিলের আট নম্বরে থেকে ইস্টবেঙ্গল এফসির। কারণ লাল-হলুদ শিবিরকে প্লে-অফে যোগ্যতা অর্জন করতে হলে, যেমন বাকি সব ম্যাচ জিততেই হবে। তেমনি অন্যান্য দলগুলিকেও পরাজিত হতে হবে। তবেই প্রথম ছয়ে পৌঁছে মশাল জ্বালানোর রাস্তা পরিষ্কার থাকবে অস্কার ব্রুজোর দলের জন্য।