ইস্টবেঙ্গলের মুখের গ্রাস কেড়ে নিল মুম্বই সিটি এফসি

শুক্রবার ভাস্কর রায়ের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলো মুম্বই সিটি এফসি।২৮ বছর বয়সী এই রাজস্থান ইউনাইটেডের গোলকিপার নজরে ছিলো ইস্টবেঙ্গলের’ও।কিন্তু শেষ অবধি লাল হলুদের পরিকল্পনা বানচাল করে তাকে দলে তুলে নিলো ‘দ‍্য আইল‍্যান্ডার’রা।পশ্চিমবঙ্গের বাসুনিয়া পাড়ার বাসিন্দা এই ফুটবলার।

Advertisements

২০২২-২৩ মরসুমে রাজস্থানের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স দিয়েছিলেন এই ফুটবলার।আইলিগে ১৭ টা ম‍্যাচে ৪৪ টা সেভ করেছিলেন তিনি।একেবারে তিন কাঠির তলায় অত্যন্ত নির্ভরযোগ্য একজন ফুটবলার বলা চলে তাকে।

ক্লাবের হয়ে সইয়ের দিন সংশ্লিষ্ট এই ফুটবলার জানিয়েছেন, “এটা আমার কাছে অত‍্যন্তু স্মরণীয় একটা দিন।সব কঠিন পরিশ্রম আর উচ্চ পর্যায়ের খেলার ইচ্ছার ফলাফল। মুম্বই সিটি এফসি’র মতো বিরাট মাপের একটা ক্লাবে খেলার সুযোগ পেয়ে অত্যন্ত আনন্দিত আমি।আমার উপর ভরসা রাখার জন‍্য ক্লাব’কে অনেক অনেক ধন্যবাদ। ওখানে নিজের সেরাটা দিতে চাই।সতীর্থদের সাথে খেলাটা উপভোগ করতে চাই।এটা আমার কাছে বিরাট মাপের সুযোগ।”

Advertisements

কলকাতার সাইয়ে কেরিয়ার শুরু করা এই ফুটবলার পরবর্তী সময়ে খেলেছিলেন ইন্ডিয়ান নেভি,সার্দান সমিতি,সার্ভিসেসের হয়ে।সার্ভিসেস’এর হয়ে ২০১৫ এবং ২০১৬ সালের সন্তোষ ট্রফি জিতেছিলেন।এরপর মিনার্ভা পঞ্জাবের হয়ে আইলিগ’ও জেতেন।