নতুন ফুটবল সিজনের জন্য ঘর গোছানোর কাজ প্রায় শেষ করে ফেলেছে মুম্বাই সিটি এফসি (Mumbai City FC)। যেখানে গতবারের থেকে অনেকটাই বদল এসেছে এবার। বলতে গেলে নিজেদের কিরঘিজ কোচ পেট্রো ক্র্যাটকির নির্দেশ মতো এবার নতুন করে সেজে উঠছে এই ফুটবল ক্লাব।
তাই দলের অধিনায়ক রাহুল ভেকে থেকে শুরু করে একের পর এক হাইপ্রোফাইল বিদেশি ফুটবলারদের দল থেকে বিদায় জানিয়েছে ম্যানেজমেন্ট। তার পরিবর্তে মূলত তরুণ ফুটবলারদের চূড়ান্ত করেছে রনবীর কাপুরের এই ক্লাব। আসলে নতুন ফুটবল মরশুম থেকেই হাইপ্রোফাইল বিদেশী ফুটবলারদের পাশাপাশি দেশের তরুণ ব্রিগেডকে সামনে রেখে সাফল্য পেতে চাইছে দল।
সেক্ষেত্রে এবার উঠে আসতে শুরু করেছে এক ভারতীয় রাইট ব্যাকের নাম। তিনি হার্দিক ভাট। গত সিজনে আইলিগের ক্লাব রাজস্থান ইউনাইটেডের হয়ে খেলেছিলেন হার্দিক। শেষ আইলিগে প্রায় ১৪ টি ম্যাচ খেলেছিলেন সেই ফুটবল ক্লাবের জার্সিতে। যেখানে দলের হয়ে মোট দুইটি গোল কান্ট্রিবিউশন ছিল রক্ষণভাগের এই ফুটবলারের।
হিসেব অনুযায়ী, আগামী বছর পর্যন্ত তার সঙ্গে আইলিগের এই ক্লাবের চুক্তি থাকলেও, বাড়তি ট্রান্সফার ফি দিয়ে দলে টানতে চাইছে রণবীর কাপুরের ক্লাব। সেইমতো কথাবার্তাও এগিয়েছে অনেকটাই দূর। সব ঠিকঠাক থাকলে মুম্বাইতে আসা নিশ্চিত হার্দিকের।
গত কয়েক সপ্তাহে ব্র্যান্ডন ফার্নান্ডেস থেকে শুরু করে আরো একাধিক তরুণ ফুটবলারদের নিশ্চিত করেছে মুম্বাই। এছাড়াও রিজার্ভ গোলরক্ষক হিসেবে টিপি রেহেনেশকে ও নিশ্চিত করেছে গতবারের আইএসএল জয়ীরা। সব মিলিয়ে বলতে গেলে, দ্বিগুণ শক্তি নিয়ে এবার অভিযান শুরু করবে দেশের বাণিজ্য নগরীর এই ক্লাব।